Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home লিচুর রাজ্যে সিপাহী উতলা!
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

লিচুর রাজ্যে সিপাহী উতলা!

Saiful IslamJune 3, 20233 Mins Read
Advertisement

বিশ্বজিৎ পাল বাবু : লিচুর সংবাদ সংগ্রহ করতে বাগানে বাগানে ছুটে যান সময় টিভির ব্রাহ্মণবাড়িয়ার ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, ক্যামেরা পার্সন জুয়েলুর রহমান, ডেইলি বাংলাদেশের চয়ন বিশ্বাস। কাজ শেষে তারা যে কয়টা ছবি তুললেন সেগুলো গুনলে অর্ধশতের কম হবে না। এর কয়েকটা বাছাই করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের কর্মরত চিকিৎসক বিজয় পালও ঘুরে এসেছেন লিচু বাগান থেকে।

ফেসবুকে তিনিও বাগানে ঘুরে আসার বেশ কিছু ছবি দিয়েছেন। একটি ছবির ক্যাপশানে লিখেছেন, ‘লিচু খেতে খেতে টায়ার্ড’। চিকিৎসকদের একটি বড় দলকেও দেখা যায় লিচু বাগান ঘুরে আসার ছবি ফেসবুকে দিয়েছেন।
সেলফি তুলে ফেসবুকে দিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়া।

‘লিচুর দেশে বিজয়নগর উপজেলা’ লিখে ছবি দিয়েছেন আওয়ামী লীগ নেতা মাসুকুল কবীর। ‘আজ সারাদিন লিচু বাগানে’ লিখে ফেসবুকে ছবি দেন নারী নেত্রী ফারহানা মিলি।

মোদ্দাকথায়, লিচুর রাজ্যে যেন সিপাহী উতলা। ফেসবুক খুলতেই চোখে পড়ছে লিচু বাগানের ছবি।

হাজার হাজার মানুষ প্রতিদিন ছুটে যাচ্ছেন লিচুর রাজ্য হিসেবে খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়। এছাড়া জেলার আখাউড়া ও কসবা উপজেলাতেও অনেকে লিচু বাগানে ছুটে চলছেন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে বাজারে তুলনামূলক বিক্রি কম। যারাই বাগানে যাচ্ছেন তারা সেখান থেকে কিনে নিয়ে আসছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর এ জেলায় ৫৬৭ হেক্টর জমিতে লিচুর চাষ করা হয়েছে।

একেক হেক্টরে গড়ে লিচু গাছের সংখ্যা ৯০টি। একেকটি গাছে লিচু ধরবে গড়ে দুই হাজার পাঁচশটি। এ বছর জেলাতে প্রায় ২৪ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকার লিচু বিক্রির ধারণা করা হচ্ছে।

বিজয়নগরের ব্যবসায়ীরা জানান, বাগানগুলোতে দেশি জাতীয় লিচু প্রতি হাজার দুই হাজার থেকে আড়াই হাজার টাকা, এলাচি ও চায়না লিচু দুই হাজার থেকে তিন হাজার টাকা, পাটনাই ও বোম্বাই লিচু দুই হাজার ২০০ থেকে ২৫০০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। উপজেলার আউলিয়া বাজারে সবচেয়ে বেশি লিচু বিক্রি হয়। সেখানে ভোর ৪টা থেকে সকাল সাতটা পর্যন্ত প্রতিদিন ৩০-৪০ লাখ টাকার লিচু বিক্রি হয়।

উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, কাঞ্চনপুর, খাটিঙ্গা, কাশিমপুর, সিঙ্গারবিল, চম্পকনগর, আদমপুর, কালাছড়া, মেরাসানি, সেজামুড়া, কামালমোড়া, নুরপুর, হরষপুর, মুকুন্দপুর, নোয়াগাঁও, অলিপুর, চান্দপুর, কাশিনগর, ছতুরপুর, রূপা, শান্তামোড়া, কামালপুর, কচুয়ামোড়া, ভিটিদাউপুর এলাকায় লিচু বাগান রয়েছে। এ ছাড়াও বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি লিচু গাছ রয়েছে।

লিচুর ভালো ফলনে এবার কৃষকরা খুশি। সাধারন মানুষের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী, ভৈরব, নোয়াখালী, চাদপুর, মৌলভীবাজার, সিলেট, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, ফেনী ও রাজধানী ঢাকার ব্যবসায়ীরা এখান থেকে এসে লিচু কিনে নিয়ে যাচ্ছেন। প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে দিনভর বাগানেই লিচু বিক্রি হয়।

বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের লিচু চাষী মাসুদুল হাসান জানান, তার ৬০টা গাছে লিচুর চাষ করা হয়েছে। ফলন ভালো হওয়ায় এবার ১০-১২ লাখ টাকার লিচু বিক্রি করা যাবে। গত বছর আট লাখ টাকার লিচু বিক্রি করা হয়। এবার বাগান থেকে অনেকেই ছুটে আসছেন। শুক্র ও শনিবার লোকজন বেশি আসে বলে বাগানে অতিরিক্ত পাহারাদার রাখতে হয় দেখভালের জন্য।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে লিচু নিতে আসা দুলাল মিয়া জানান, তিনি প্রতিদিন এক লাখ টাকার মতো লিচু কিনে নিয়ে যান। কসবার ব্যবসায়ী কালু হোসেন জানান, এখানকার লিচু স্বাদে অনন্য। যে কারণে চাহিদা অনেক বেশি।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন জানান, বন্ধুদের নিয়ে বাগানে এসেছেন। বাগান থেকে লিচু কেনার মজাই আলাদা। গাছ থেকে নিজ হাতে পেড়ে খাওয়াটাও অন্যরকম অনুভূতির বিষয়। পাহাড়ি এলাকা হওয়াতে পরিবেশটাও বেশ ভালো লাগে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশিক্ষণ অফিসার মুনসী তোফায়েল হোসেন জানান, ভালো ফলনের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়। যে কারণে প্রতিবছরই লিচু চাষে আগ্রহ বাড়ছে। এ বছর জেলায় লিচুর ফলন ভালো হয়েছে। সূত্র : কালের কন্ঠ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
উতলা! চট্টগ্রাম বিভাগীয় রাজ্যে লিচুর সংবাদ সিপাহী
Related Posts
ওসি ও এএসআইয়ের

সড়কে প্রাণ গেল ওসি ও এএসআইয়ের

December 17, 2025
রাতে প্রেমিক

রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, তারপর যা ঘটলো

December 16, 2025
আবাসিক হোটেল

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, নারীসহ ধরা ৬

December 16, 2025
Latest News
ওসি ও এএসআইয়ের

সড়কে প্রাণ গেল ওসি ও এএসআইয়ের

রাতে প্রেমিক

রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, তারপর যা ঘটলো

আবাসিক হোটেল

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, নারীসহ ধরা ৬

জহুরা বেগম

মৃত্যুর আগে ‘বীরাঙ্গনা স্বীকৃতি’ চান জহুরা বেগম

বিজয় দিবসে প্রাণ গেল ওসি

বিজয় দিবসে প্রাণ গেল ওসিসহ ২ পুলিশ কর্মকর্তার

Mira

৯ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী, পরিবারে উদ্বেগ

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বুধবার টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Ma

হত্যার পর মায়ের লাশের পাশে বসে কাঁদছিলেন ছেলে

Manikganj

মানিকগঞ্জে ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

হাদি

হাদিকে হত্যাচেষ্টা : সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.