লাইফস্টাইল ডেস্ক : মানুষ সবসময়ই সুখী হতে চায়। তবে সুখী হওয়ার ক্ষেত্রে একেক জনের দৃষ্টিভঙ্গি একেক রকম। কেউ অনেক উচ্চাভিলাষী হয়ে সুখী হতে চায়, আবার কেউ সুখ খোঁজে যা আছে তার মাঝেই।
তবে জীবনে প্রকৃতপক্ষে সুখী হওয়ার জন্য ৫টি বিষয় গুরত্বপূর্ণ। সেগুলো হলো :
১. আপনার শিশুকে ধনী হওয়ার জন্য শিক্ষা দেবেন না না। বরং তাদেরকে সুখী হওয়ার জন্য শিক্ষা দিন।
আর এটা করা হলে, তারা যখন বেড়ে উঠবে তখন তারা প্রতিটি জিনিসের মূল্যায়ন সম্পর্কে অবগত হবে, দাম বা মূল্য নয়।
২. লন্ডনে সেরা পুরস্কারপ্রাপ্ত বাণী হলো- আপনার খাবারকে ওষুধ হিসেবে গ্রহণ করুন। অন্যথায় ওষুধকেই খাবার হিসেবে গ্রহণ করতে হবে।
৩. যে আপনাকে ভালোবাসে সে কখনোই আপনাকে অন্যের জন্য ছেড়ে যাবে না। এমনকি আপনাকে ছেড়ে যাওয়ার একশ’টি কারণ থাকলেও আপনার সঙ্গে থাকার জন্য একটি কারণ হলেও সে খুঁজে পাবে।
4. মানুষ এবং মানুষ হয়ে গড়ে ওঠার মধ্যে একটি বড় পার্থক্য আছে। সেটা খুব কম সংখ্যক মানুষই বোঝে।
৫. আপনি যখন জন্ম নেবেন তখন ভালোবাসা পাবেন। আবার যখন মুত্যু হবে তখনও ভালোবাসা পাবেন। এর মাঝের সময়টা আপনাকে মানিয়ে (ম্যানেজ করে) চলতে হবে।
নোট : আপনি যদি দ্রুত চলতে চান, তাহলে একা চলুন। কিন্তু যদি অনেক দূর যেতে চান, তাহলে অন্যদের সঙ্গে নিয়ে চলুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।