উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৩৬ দলের নতুন কাঠামো চালু হয়েছে গত মৌসুমেই। ইতিহাস গড়ে প্রথমবার এই সংস্করণে শিরোপা জিতে নেয় ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগ, যার লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল।
ড্র অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত ১০টায়, বাংলাদেশ সময় অনুযায়ী। ভেন্যু—মোনাকো।
নতুন এই ফরম্যাটে আর আগের মতো আলাদা গ্রুপ নেই। ৩৬ দলের লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি ভিন্ন দলের বিপক্ষে। ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে, কোন দল কোন আট প্রতিপক্ষের মুখোমুখি হবে। দলগুলোকে চারটি পাত্রে ভাগ করা হবে উয়েফার কো–এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি থাকবে এক নম্বর পাত্রে।
২৮টি দল এরই মধ্যে সরাসরি জায়গা করে নিয়েছে লিগ পর্বে, ঘরোয়া লিগে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে। এর মধ্যে রয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারও, যারা গত মৌসুমে ইউরোপা লিগ জয় করায় এবার সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলবে।
অন্যদিকে, বাছাইপর্ব থেকে আসছে সাতটি দল। গতকাল রাতে শেষ হওয়া প্লে-অফ থেকে এরই মধ্যে তিনটি দল নিশ্চিত করেছে মূল পর্বে জায়গা। বাকি চারটি দল নির্ধারিত হবে আজ রাতে শেষ হওয়া চারটি প্লে-অফ ম্যাচ শেষে।
কোন দল কোন পাত্রে থাকবে, তা চূড়ান্ত হবে আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দুপুরে, উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে।
নতুন ফরম্যাটে উত্তেজনা যেমন বেড়েছে, তেমনি ড্র নিয়েও উৎসাহ তুঙ্গে। সমর্থকরা এখন অপেক্ষায়—তাদের প্রিয় দল কোন কোন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে এবারের মৌসুমে।
ড্র কীভাবে হবে
• সবার আগে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। কোন দলের সঙ্গে ‘হোম’ ও কোন দলের সঙ্গে ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলবে, সেটিও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করবে সেই সফটওয়্যার।
• এভাবে প্রথম পটের নয়টি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। এরপর দ্বিতীয় পটের দলগুলোর নিজেদের পটের ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে। এরপর তৃতীয় পটের দলগুলো নিজেদের পটের ও নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে। সবশেষে চতুর্থ পটের দলগুলোর নিজেদের পটের প্রতিপক্ষ পাবে।
• প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।
• একই দেশের ক্লাবগুলো পরস্পরের বিপক্ষে খেলবে না।
• একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে।
বাছাইয়ের প্লে-অফ থেকে আসবে কারা
ফেরেনৎসভারোস (হাঙ্গেরি)/কারবাগ (আজারবাইজান)
রেড স্টার বেলগ্রেড (সার্বিয়া)/পাফোস (সাইপ্রাস)
বোডো/গ্লিমট (নরওয়ে)/স্টুর্ম গ্রাৎস (অস্ট্রিয়া)
সেল্টিক (স্কটল্যান্ড)/কাইরাত (কাজাখস্তান)
বাসেল (সুইজারল্যান্ড)/কোপেনহেগেন (ডেনমার্ক)
ফেনেরবাচে (তুরস্ক)/বেনফিকা (পর্তুগাল)
রেঞ্জার্স (স্কটল্যান্ড)/ক্লাব ব্রুগা (বেলজিয়াম)
সরাসরি লিগ পর্বে যে ২৯ ক্লাব
ইংল্যান্ড:লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহাম, নিউক্যাসল
স্পেন: বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, বিলবাও, ভিয়ারিয়াল
ইতালি: নাপোলি, ইন্টার মিলান, আতালান্তা, জুভেন্টাস
জার্মানি: বায়ার্ন মিউনিখ, লেভারকুসেন, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, বরুসিয়া ডর্টমুন্ড
ফ্রান্স: পিএসজি, মার্শেই, মোনাকো
নেদারল্যান্ডস: পিএসভি, আয়াক্স
পর্তুগাল: স্পোর্তিং সিপি
বেলজিয়াম: ইউনিয়ন সাঁ-জিলোয়া
তুরস্ক: গালাতাসারাই
চেক প্রজাতন্ত্র: স্লাভিয়া প্রাগ
গ্রিস: অলিম্পিয়াকোস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।