বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ক্রমবর্ধমান কনটেন্ট নির্মাতাদের সুবিধা প্রদানে নতুন কিছু টুল তৈরিতে কাজ করছে লিংকডইন। ক্রিয়েটর মোড প্রোফাইল সেটিং চালুর এক বছর পর প্রতিষ্ঠানটি অ্যানালিটিকস ও ভিডিও ফিচার যুক্ত করতে যাচ্ছে। খবর এনগ্যাজেট।
অ্যানালিটিকস ফিচারের মাধ্যমে একজন কনটেন্ট নির্মাতা প্রতিটি পোস্টে কী পরিমাণ দর্শক ও রিডার যুক্ত হচ্ছে, সেটি সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যাবে। পাশাপাশি নির্মাতাদের উপস্থিতি বাড়াতে ও বিদ্যমান কনটেন্টের ওপর আরো নজরদারি যুক্ত করতে নতুন টুল আনছে।
ব্যবহারকারীরা যাদের অনুসরণ করেন, তাদের নতুন পোস্টের বিষয়ে জানার জন্য নোটিফিকেশন চালুর আলাদা অপশনও যুক্ত করা হবে। পাশাপাশি যারা প্লাটফর্মের নিউজলেটার লেখা প্রকাশ করেন, তারা প্রোফাইলে লিখিত বিষয়গুলো হাইলাইট করতে পারবেন।
এসব ফিচারের পাশাপাশি প্রোফাইল ভিডিওর জন্য নির্ধারিত টুলেও পরিবর্তন আনছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্বল্পদৈর্ঘ্যের পরিচয়মূলক ভিডিও ধারণ করতে পারবেন। প্রোফাইলে ছবির পাশাপাশি ভিডিওটি দেখা যাবে। বর্তমানে ফিচারটিতে কীভাবে ভিডিও ক্লিপ যুক্ত করতে হবে এ-সংক্রান্ত নির্দেশনা দেখানো হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।