আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি একজন মহিলার বায়োডেটা নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিংকডিং-এ ওই মহিলা তাঁর পেশা হিসাবে “দে হ ব্য ব সা” এর উল্লেখ করেছেন। সেই নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এর জন্য ওই মহিলাকে কোনও কোম্পানিতে চাকরি দেওয়া হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ওই মহিলার বায়ডেটা।
সোশ্যাল মিডিয়া হল এমন একটি জায়গা, যেখানে বিভিন্ন ধরনের আজব ঘটনা ভাইরাল হয় সবার আগে। কিন্তু, সম্প্রতি এমন একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা বেশ চমকপ্রদ। একজন মহিলার বায়ডেটায় উল্লেখ রয়েছে তিনি একজন ওয়ার্কার হিসাবে কাজ করতেন। লিংকডিং প্রোফাইলে ওই মহিলার বায়ডেটা নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার লিংকডিং এর প্রোফাইল ভাইরাল হওয়ার পরে, দুই ভাবে বিভক্ত হয়ে গিয়েছে নেটিজেনরা। এর মধ্যে একদল বলছেন ওই মহিলা যে কাজ করেছেন বা করেন সেটাই বায়োডেটায় রেখে ঠিক কাজই করেছেন। আরেক দল বলেছেন তিনি লিংকডিং প্রোফাইলে “দে হ ব্য ব সা” এর কথাটা নাও উল্লেখ করতে পারতেন। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান ওই মহিলা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই মহিলার নাম হল Arielle Egozi। তিনি নিজেই তাঁর লিংকডিং প্রোফাইলের স্ক্রিনশট তুলে তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ওই মহিলা 2021 সাল থেকে ওয়ার্কার হিসাবে কাজ করছেন। ওই মহিলা নিজের সেই বায়োডেটা শেয়ার করে জানিয়েছেন, এর জন্য কেউ তাকে চাকরিতে নিতে চাইছে না। আমি অন্য কাজেও পারদর্শী হলেও, এই কাজের উপরেই বেশি করে ফোকাস করা হচ্ছে। কিন্তু, এই কাজটিকে তিনি আর পাঁচটা কাজের মতোই একটা জব মনে করেন।
Arielle Egozi নামের ওই মহিলা জানিয়েছেন যে, গোটা দেশে বিশ্বে গর্ভপাত নিয়ে এতো কথা হয় এবং বিভিন্ন দেশে এর বিরুদ্ধে আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু, এখনও “দে হ ব্য ব সা”-কে অনেকেই অন্য চোখে দেখে। আমি মনে করি এটা আর পাঁচটা চাকরির মতোই। সুতরাং এই কাজ করে আমি কোনও ভুল করিনি।
অ্যাথলিট, খেলোয়াড় এবং অন্যান্যরাও যখন নিজেদের দেহ ব্যবহার করে কাজ করেন, তখন তাদের উপরে কোনও প্রশ্ন তোলা হয় না। তাদের মতোই আমরাও দেহ ব্যবহার করে টাকা আয় করি। সুতরাং আমাদের কাজে এতো আপত্তি কেন।
Arielle Egozi নামের ওই মহিলার লিংকডিং প্রোফাইল সৃষ্টি করেছে এক নতুন বিতর্কের। কারণ ওই মহিলার কাজের জন্য তাকে অন্য কোনও জায়গায় চাকরি দেওয়া হচ্ছে না। এই নিয়ে নেটিজেনরা দুই ভাবে বিভক্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।