জুমবাংলা ডেস্ক : মানুষের মধ্যে এখন নিজস্বী তোলার প্রবণতা এতোটাই বেড়েছে যে, যেখানেই সুযোগ মেলে সেখানেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। অনেক সময় দেখা যায় সেলফির জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হননা তারা। সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাওয়া যায় সেইসব নিদর্শন। সম্প্রতি এরকমই একটা মজাদার ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
এমনিতে তো সাপ, কুকুর, হাতির ভিডিও আমরা দেখেই থাকি। তবে সম্প্রতি যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে তা আবার বনরাজ সিংহকে নিয়ে। ভিডিওটি দেখে মানুষ হাসবে নাকি ভয় পাবে তাই ঠিক করতে পারছেনা। এক ব্যক্তি জঙ্গলরাজ সিংহের সঙ্গে সেলফি নেওয়ার চেষ্টা করার পর যা হল তা দেখলে হতভম্ব হওয়াটাই স্বাভাবিক।
ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি সিংহের সঙ্গে সেলফি তোলার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু, জঙ্গলরাজ প্রকাশ্যে লোকটিকে যেভাবে অপমান করে তা দেখে মানুষজন তাদের হাসি থামাতেই পারছেন না। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি দৈত্যাকার সিংহ খাঁচায় হাঁটছে। ঠিক সেই সময় উক্ত ব্যক্তি বনরাজের প্রতিটি পদক্ষেপ নিজের মুঠোফোনে বন্দী করার চেষ্টা করছেন।
अब तो शेर भी selfie वालों से परेशान है 😁🤭😁🤣🦁 pic.twitter.com/jd6rZWbhAR
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) November 2, 2022
এখানেই থেমে থাকেননি ঐ ব্যক্তি। এরপর সিংহের সঙ্গে সেলফি তুলতেও উদ্যত হন তিনি। আর তারপরেই ঘটে গেল এক অদ্ভুত কান্ড। সোজা ঐ ব্যক্তির মোবাইল লক্ষ্য করে মুত্রত্যাগ করে দেয় সিংহটি। সম্প্রতি এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই রীতিমত দাবানলের মত ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
গুলজার সাহাব নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে কয়েক মিনিটের এই ক্লিপটি। এখনও পর্যন্ত প্রায় চার লক্ষ্যের মতো মানুষ দেখেছেন এই কান্ড। এরসাথে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন এতে। কমেন্ট বক্সে উপচে পড়ছে নেটিজেনদের ভিড়। আবার অনেকেই ঐ ব্যক্তির নিন্দাও করেছেন। বন্যপ্রাণীদের এভাবে বিরক্ত করা উচিত নয় বলে পরামর্শ দিয়েছেন অনেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।