আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্রস্নান কিংবা সমুদ্রের নোনাজলে পা ভিজিয়ে এর বিশালতা উপভোগ করতে কে না চায়। তাই বলে বনের রাজা সিংহ সৈকতে নেমে ঢেউ উপভোগ করবে এটি অবাক ঘটনা বটে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে এমন দৃশ্য দেখা যায়। প্রথমে দেখে মনে হবে কোনো সিনেমার দৃশ্য। কিন্তু না, এটি বাস্তব ঘটনা বলেই দাবি করা হচ্ছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতের গুজরাটের জুনাগড়ে আরব সাগরের তীরে লেন্সবন্দি হয়েছে সিংহটি। ছবিটি এক্সে (টুইটার) পোস্ট করেছেন জুনাগড়ের একজন বন কর্মকর্তা। ছবির সঙ্গে লিখেছেন, ‘ভাদ্রা পুনমে টহল চলাকালীন দরিয়া কাঁথা এলাকায় সিংহটিকে দেখা গেছে।’ পরে পরভিন কেশওয়ান নামের এক বন কর্মকর্তা একই ছবি পোস্ট করে লেখেন, ‘গুজরাট সৈকতে উত্তাল ঢেউ উপভোগ করছে লায়ন কিং।’
মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সিংহের সমুদ্র উপভোগের ছবি। দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। তবে ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকেই অবশ্য বেজায় মজা পেয়েছেন সিংহের কাণ্ডে। একজন লিখেছেন, ‘ছুটিতে সাগর তীরে সময় কাটাতে এসেছে সিংহ।’ আরেকজন বলেছেন, ‘হুবহু সিনেমার দৃশ্য।’ আবার অনেকে মনে করছেন পথ ভুলে সমুদ্রের দিকে চলে গেছে হয়তো।
এই বিষয়ে ব্যাখ্যা দিতে একটি গবেষণাপত্র শেয়ার করেছেন পারভিন কেশওয়ান। ওই গবেষণাপত্রের নাম ‘লিভিং অন সি কোস্ট: রেঞ্জিং অ্যান্ড হ্যাবিটাট ডিস্ট্রিবিউশন অব অ্যাসিয়াটিক লায়নস’। গবেষণাপত্রটি পড়লে প্রাণীদের পছন্দের পরিবেশ এবং আবাসস্থল সম্পর্কে তথ্য জানা যাবে বলে জানিয়েছেন কেশওয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।