মেসির খেলা দেখতে সাইকেলে চড়ে কাতারে যাবেন ৪ যুবক

মেসির খেলা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা থেকে কাতারে সরাসরি বিমান ফ্লাইট চালু হচ্ছে। তবে বিকল্প উপায়ও আছে। প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখতে সাইকেলে চেপে দোহা যাওয়ার পরিকল্পনা করেছেন মেসিভক্ত চার যুবক।

মেসির খেলা

প্রত্যেক ফুটবল ভক্তের কাছে আরাধ্য বিশ্বকাপ দর্শন। আর প্রত্যেক আর্জেন্টাইনের কাছে স্বপ্নের নায়ক লিওনেল মেসি। সেই বিশ্বকাপই যদি হয় মেসির শেষ তাহলে তো কথাই নেই।

কিন্তু বিশ্বকাপে মেসিকে খেলতে দেখার স্বপ্ন আর সাধ্যের মধ্যে পার্থক্যের নাম অর্থ। যার অভাবে আগ্রহ থাকলেও কাতার যাওয়া হবে না অনেকের।

কিন্তু মেসিভক্ত চার আর্জেন্টাইন খুঁজে বের করেছেন বিকল্প রাস্তা। হ্যাঁ সত্যি….রাস্তা। সড়ক পথে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার পরিকল্পনা করছেন চার যুবক।

এদেরই একজন লিয়েন্দ্রো ব্ল্যান্কো পিজি বলেন, এরকম পরিকল্পনা করা সহজ ছিলো না। পরিবার, বন্ধুকে ছেড়ে থাকতে হবে অনেকটা সময়। তবে মেসি ও আর্জেন্টিনার সুন্দর মুহূর্তের কথা ভেবে অনুপ্রেরণা পাচ্ছি।

কাতারের উদ্দেশ্যে এরই মধ্যে কর্দোভা ছেড়েছেন তারা। যুক্তরাষ্ট্র হয়ে দুবাই এরপর পৌঁছে গেছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউটনে। সেখান থেকেই শুরু হবে তাদের সাইকেল যাত্রা।

প্রতিদিন ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ পাড়ি দেয়ার লক্ষ্য চার যুবকের। সবমিলে প্যাডেল চেপেই পাড়ি দেবেন সাড়ে দশ হাজার কিলোমিটার।

সবকিছু পরিকল্পনামাফিক এগুলে ১৫ থেকে ২০ নভেম্বর কাতারে পৌঁছাবে দলটি। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তাদের দল আর্জেন্টিনা।

প্রাথমিকভাবে শুধু খেলা দেখা মূখ্য থাকলেও পরে যুক্ত হয় ভিন্ন চিন্তা। ১৫ দেশ ভ্রমণের পাশাপাশি তাদের সংস্কৃতি নিয়ে ডকুমেন্টরি তৈরির পরিকল্পনাও করেছে সাইক্লিষ্ট দলটি। সঙ্গে যত কিলোমিটার যাত্রা তত গাছ রোপনের সিদ্ধান্তও নিয়েছেন চার যুবক।

দীর্ঘ যাত্রাপথে খাবার ও পানীয় বহনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে সাইকেলগুলো। চারটি সাইকেলে বহন করা যাবে অতিরিক্ত ৭০ লিটার পানি।

বিশ্বকাপ ও মেসিকে নিয়ে পাগলামী নিজেদের জানা থাকলেও ফিরে আসার পথ এখনও অজানা চার যুবকের।

ভিভো আনছে উন্নতমানের গেমিং প্রসেসরে এক্স৮০

গ্রুপের আরেক সদস্য বলেন, আমরা জানি না কি হবে। আমি বিশ্বাস করি, লুসাইলে সোনালী ট্রফি হাতে মেসিসহ পুরো দলের সাথে উৎসব করবো। তারপর ভাবা যাবে।

এদিকে, বিশ্বকাপকে সামনে রেখে কাতারের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা এয়ারলাইনস। ১৯ নভেম্বর থেকে বুয়েন্স আইরেস-দোহা সরাসরি যাত্রা করা যাবে।