জুমবাংলা ডেস্ক : উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র্যাংকিং নিয়ে আমাদের আগ্রহ অনেক বেশি। বলতে গেলে একটি দেশের গোটা অবস্থানকে তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং। কোনো তালিকার আমাদের দেশের বিশ্ববিদ্যালয় স্থান পেলে পুলকিত হয়ে উঠি, ঠিক তেমনি কোথাও অবস্থান করে নিতে না পারলে আমাদের মন খারাপের কারণ উঠে।
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিন এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১০০-এর র্যাংকিং বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান না পেলেও সেরা ২০০টির মধ্যে রয়েছে দেশের ২টি বিশ্ববিদ্যালয়।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে ১৮৬তম স্থানে এবং বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি আছে ১৯২তম স্থানে।
এই তালিকায় র্যাংকিং সেরা ৬০০+ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জায়গা দখল করে নিয়েছে। এতে স্থান পেয়েছে ভারতের ৭৫টি এবং পাকিস্তানের ২৯টি বিশ্ববিদ্যালয়।
র্যাংকিং-এ স্থান না পেলেও পুরো তালিকায় উঠে আসে বাংলাদেশের আরও ১০টি বিশ্ববিদ্যালয়ের নাম।
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তালিকায় নাম আছে এমন বিশ্ববিদ্যালয়গুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; খুলনা বিশ্ববিদ্যালয়; ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ; ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
এশিয়ার মোট ৬৬৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র্যাংকিং করেছে টাইমস হায়ার এডুকেশন। ১৩টি সূচক বিবেচনায় এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর এই র্যাংকিং করা হয়েছে।
আশার বাণী হচ্ছে, ২০২২ সালের র্যাংকিংয়ের তুলনায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এগিয়েছে। সেই সঙ্গে উন্নতি হয়েছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক র্যাংকিংয়েও। গত বছর এশিয়ার সেরা ২৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নাম ছিল না।
বিশ্ববিদ্যালয়গুলোর মৌলিক লক্ষ্য, পাঠদান পদ্ধতি, গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়েই করা হয়েছে এবারের তালিকা। এবার এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হয়েছে চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।