এশিয়া কাপের সুপার ফোরে পরপর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজিত হয়ে ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করতে পারেনি বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে লড়াই করেও জয় না পাওয়ার এই হতাশার বিদায়ের পর ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস।
পিঠের ইনজুরির কারণে সুপার ফোরের শেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি লিটন। এই চোট এতটাই গুরুতর যে, সামনে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও তাকে পাওয়া যাবে না।
এশিয়া কাপে দলের পারফরম্যান্স এবং ব্যক্তিগত হতাশা নিয়ে লিটন দাস তার ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট করেছেন। তিনি লিখেছেন,‘একটি দল হিসেবে আমরা এশিয়া কাপ ২০২৫-এ আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে খেলে শিরোপা জয় করা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্বপ্ন পূরণ হয়নি। এজন্য বাংলাদেশের সব নিবেদিতপ্রাণ সমর্থকদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’
ব্যক্তিগত ইনজুরি নিয়ে আক্ষেপ করে অধিনায়ক বলেন,‘ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে খেলতে না পারাটা আমার জন্য ভীষণ কষ্টের ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও খেলতে পারছি না। সুস্থ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি, এটা আমাকে দীর্ঘদিন ব্যথিত করবে।’
পোস্টের শেষ অংশে লিটন দাস ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত মাঠে ফেরার আশা ব্যক্ত করে বলেন,‘এই টুর্নামেন্টে প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থাকার জন্য আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সত্যিই সৌভাগ্যবান যে পৃথিবীর সেরা সমর্থকরা আমাদের সঙ্গে আছেন। আশা করি খুব শিগগিরই আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে পারব।’
শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে তোপের মুখে সাকিব আল হাসান
এবারের এশিয়া কাপে চার ম্যাচে ব্যাট হাতে ১১৯ রান করেছিলেন লিটন, যার মধ্যে ছিল একটি অর্ধশতক। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে তার অনুপস্থিতি দলগতভাবে বাংলাদেশকে ভুগিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।