স্পোর্টস ডেস্ক : ফরচুন বরিশালের বিপক্ষে গতকাল রোমাঞ্চকর এক ম্যাচ জিতিয়েছেন ম্যাথিউ ফোর্ড। শেষ ওভারের ৫ বলে ১৩ রানের সমীকরণে খেলতে নেমে ৪ বলে ১৬ রান নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার।
তবে কুমিল্লাকে ম্যাচ জেতাবেন ফোর্ড—এমনটা ভাবেননি লিটন দাস। জয়ের পর এমনটি জানিয়েছেন কুমিল্লার অধিনায়ক। উইকেটরক্ষক-ব্যাটারের বিশ্বাস ছিল খুশদিল শাহ ম্যাচ জেতাবেন। তিনি বলেছেন, ‘আমি ভাবিনি ফোর্ডই ম্যাচ জেতাবে। ভেবেছিলাম খুশদিল ম্যাচ জেতাবে। এটা ভালো সে-ও সুযোগ পেলে ব্যাটিং করার। সঙ্গে সে প্রমাণও করল। এখন আমাদের আত্মবিশ্বাসটা আরও ভালো হবে।’
বিপিএলে দুই ম্যাচ খেলে কুমিল্লার সমান জয়-পরাজয় থাকলেও দলের অধিনায়ক লিটনের ব্যাটিংটা ভালো হচ্ছে না। ঢাকা পর্বে ভালো না হলেও আশা করছেন সিলেট পর্বে রান পাবেন তিনি। বাংলাদেশি ওপেনার বলেছেন, ‘আমি চেষ্টা করছি। দেখা যাক কী হয়। কষ্ট করছি। মনে হয় ফল পেয়ে যাব।’
অথচ, গতকালের ম্যাচের নায়ক হওয়ার কথা ছিল বরিশালের হয়ে টানা দ্বিতীয় ফিফটি পাওয়া মুশফিকুর রহিমের। সঙ্গে উইকেটরক্ষক এই ব্যাটার দলের অধিনায়ক ও সতীর্থ তামিম ইকবালকে পেছন ফেলে বিপিএলের সর্বোচ্চ রানের (৩০২৪) রেকর্ডও গড়েছেন। তবে ৩০৩৮ রানের রেকর্ড গড়ার রাতটা স্মরণীয় হয়ে থাকল না তাঁর। আসলে শেষ ওভারে তাঁর মুখ থেকে হাসিটা কেড়ে নিয়েছেন ফোর্ডই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।