স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে স্বপ্নের মতো সময় কাটছে লিটন কুমার দাসের। টেস্টে তার ধারাবাহিকতা অন্য ব্যাটসম্যানদের জন্য উদাহরণযোগ্য হয়ে উঠেছে। ব্যাট হাতে মাঠে নামলেই রানের ফোয়ারা বয়ে দিচ্ছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও হেসেছিল তার ব্যাট, যার পুরস্কার পরের সপ্তাহেই পেলেন লিটন। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে তার।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। বুধবার তা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে উন্নতি হয়েছে চট্টগ্রাম টেস্টের দুই সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ও তামিম ইকবালের।
লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রানের ইনিংস খেলেন লিটন। এই ইনিংস দিয়ে তিন ধাপ এগিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান, ১৭তম স্থানে আছেন তিনি।
ড্র হওয়া চট্টগ্রাম টেস্টের এক ইনিংসেই ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ, তিন ব্যাটসম্যানের ব্যাটে ৪৬৫ রান তোলে ঘরের মাঠের দলটি। ওই ইনিংসে ১০৫ রানের মহাকার্যকর ইনিংস খেলেন মুশফিক। এই পারফরম্যান্সে চার ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
একই ইনিংসে ক্যারিয়ারের দশম সেঞ্চুরির দেখা পান তামিম, খেলেন ১৩৩ রানের ইনিংস। বাঁহাতি এই ওপেনার এগিয়েছেন ছয় ধাপ, ২৭ নম্বরে আছেন তামিম।
উন্নতি হয়েছে শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুসের। ১৯৯ রানের ইনিংস খেলা ডানহাতি এই ব্যাটসম্যান পাঁচ ধাপ এগিয়ে ২১ নম্বরে আছেন। কুশল মেন্ডিস চার ধাপ এগিয়ে ৪৯ নম্বরে আছেন। দিনেশ চান্দিমাল এগিয়েছেন ছয় ধাপ, ৫৩ নম্বরে আছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। চট্টগ্রাম টেস্টে ৪ উইকেট নেওয়া বাঁহাতি এই অলরাউন্ডার এক ধাপ এগিয়ে ২৯ নম্বরে আছেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ার সেরা বোলিং করা বাংলাদেশের ডানহাতি স্পিনার নাঈম হাসান ৯ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।