ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন না লিটন-তামিম

লিটন-তামিম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে মূল মিশন শুরুর আগে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার (০২ অক্টোবর) বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজেরা। গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

লিটন-তামিম

তবে এই ম্যাচের আগে গুঞ্জন, পরিবর্তন আসতে পারে টাইগারদের ব্যাটিং অর্ডারে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিশ্রাম দেওয়া হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করা লিটন দাস ও তানজিদ হাসান তামিমকে।

জানা গেছে, লঙ্কানদের বিপক্ষে ম্যাচে ঘেমে তানজিদ ও লিটনের শরীর থেকে অতিরিক্ত পানি ঝরার কারণে ‘মাসল ক্রাম্প’ বা পেশিতে টান পড়েছিল তাদের। তাই ইনজুরিমুক্ত থাকতে ইংলিশদের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন দলের নিয়মিত ক্রিকেটাররা।

এদিকে ইংলিশদের বিপক্ষেও টাইগার দলপতি সাকিব আল হাসানকে দেখা না যেতে পারে। এ প্রসঙ্গে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, আগে থেকেই সাকিবের প্রস্তুতি ম্যাচে না খেলার সিদ্ধান্ত ছিল। পরে ফুটবল অনুশীলনে হালকা চোট পান সাকিব। ইংল্যান্ডের বিপক্ষেও বিশ্রামে থাকতে পারেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার (সাকিব) খেলা নিয়ে শঙ্কা নেই।

কেন করবেন বডি স্পা

অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচে বৃষ্টির শঙ্কা রয়েছে। এমনকি বৃষ্টিতে ভেস্তেও যেতে পারে প্রস্তুতি ম্যাচটি।

এদিকে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বিশ্বকাপের বাকি ৯ দলের বিপক্ষে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।