বিনোদন ডেস্ক : ছোট্ট ‘ভুতু’কে মনে আছে তো? জি বাংলার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘ভুতু’তে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল ছোট্ট আরশিয়া মুখোপাধ্যায়কে। তাঁর মিষ্টি হাসি আর আদুরে স্বভাবের জেরেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
এখন কিন্তু ‘ভুতু’ আর ছোট্টটি নেই। বড় হয়ে যদিও খুব একটা বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায় না তাঁকে। যদিও সমাজমাধ্যমে দারুণ সক্রিয় আরশিয়া। ‘ভুতু’র পর দর্শক তাঁকে শেষ দেখেছিলেন স্টার জলসার ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’য়। ‘মীরা’র ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
এবার আরশিয়া ফিরতে চলেছেন একেবারে নতুন রূপে। এবার আর ধারাবাহিকে নয়, তাঁকে দেখা যেতে চলেছে ওয়েব সিরিজে। সূত্রের খবর, ‘প্লাটফর্ম এইট’-এর সিরিজে অভিনয় করেছেন তিনি। ভরপুর কমেডির মিশেলে তৈরি সিরিজের পরিচালনায় অরিজিৎ টোটন চক্রবর্তী। সিরিজের নাম ‘স্বর্গরথ সরগরম’। আরশিয়া ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, লোকনাথ দে, পূষণ দাশগুপ্ত।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই শেষ সিরিজের শুটিং। কলকাতা ও ঝাড়গ্রাম মিলিয়ে হয়েছে এই সিরিজের কাজ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ‘স্বর্গরথ সরগরম’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।