আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে অনেকেই যখন একটি মনের মত চাকরি পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে একজন মহিলা চমকে দেওয়া কাজ করে কোটি কোটি টাকা আয় করছেন। ওই মহিলার কাজ, সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বাতকর্ম অর্থাৎ বায়ুত্যাগ করা। শুনতে অবাক লাগলেও ওই মহিলা বাতকর্মের ভিডিও করে ইতিমধ্যেই কোটি টাকার ওপরে আয় করেছেন। নেটিজেনদের মাথায় হাত ওই মহিলার ভিডিও দেখে।
মহামারীর ফলে অনেকেরই চাকরি চলে গিয়েছে। বর্তমানেও চাকরির বাজার খুব একটা ভালো নয়। অনেকেরই শিক্ষাগত যোগ্যতা থাকলেও, নিজেদের মনের মতন একটি চাকরি খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে এক মহিলাকে নিয়ে। তিনি এমন একটি কাজ করে কোটি কোটি টাকা আয় করছেন যা দেখে সকলেই চমকে উঠেছেন। ওই মহিলার কাজ সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সকলের সামনে বায়ুত্যাগ অর্থাৎ বাতকর্ম করা। এর জন্য ওই মহিলাকে সব সময় মশলাদার খাবার খেতে হয়, যেন সবসময় তাঁর পেট গ্যাসে পরিপূর্ণ থাকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে ইউটিউবে। @Lush Botanist নামের একটি চ্যানেল থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে ওই মহিলা বিস্তারিত বর্ণনা দিয়েছেন নিজের কাজের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই মহিলার নাম Lush Botanist। তিনি এখন সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। অনেকেই আদর করে তাঁর নাম দিয়েছেন ফার্ট কুইন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ওই মহিলা বায়ুত্যাগ করে প্রতি মাসে রোজগার করেন প্রায় ১৮ লক্ষ টাকা। তিনি ইউটিউবে নিজস্ব চ্যানেলেই এই ধরনের ভিডিও পোস্ট করেন।
Lush Botanist নামের ওই মহিলা জানিয়েছেন যে, একদিন লাইভ চলাকালীন একজন তাকে ক্যামেরার সামনেই বায়ুত্যাগ করার অনুরোধ জানান। প্রথমে তিনি খুবই লজ্জা পেলেও ভিউয়ার হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে, সেই অনুরোধ ফেলতে পারেননি। এরপরই নেটদুনিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়ে সেই ভিডিও। খুব অল্প সময়েই রাতারাতি সেলিব্রিটি হয়ে যান তিনি।
অনেকে আবার সেই ভিডিওর খুবই প্রশংসা করেন। এমন একটি কান্ড দেখে প্রথমে বেশ অবাকই হয়ে যান তিনি। এরপর তিনি ঠিক করে নেন, এমন ভিডিও শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকে তিনি একটার পর একটা বাতকর্মের ভিডিও শেয়ার করা শুরু করেন সোশ্যাল মিডিয়ায়।
এর ফলে তাঁর সামনে মোটা টাকা আয় করার রাস্তা খুলে যায়।
ওই মহিলা জানিয়েছেন যে, তিনি যখন সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন, অনেক ভিউয়ার তাকে বিভিন্ন রকমের অনুরোধ করেন। ভিউয়াররা তাকে নানা ভঙ্গিমায় বাতকর্মের অনুরোধ পাঠান। সেই বাতকর্মের ভিডিওর দৌলতের ভিউয়ার সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। সেই সংখ্যা বেড়ে চলার ফলে তার আয়ও বেড়ে চলেছে।
ওই মহিলা জানিয়েছেন যে, এর জন্য তাকে খাবার অভ্যাস পাল্টে ফেলতে হয়েছে। কারণ তাকে এখন বেশি করে মশলাযুক্ত খাবার খেতে হচ্ছে। যেন সব সময় পেট বায়ুপূর্ণ থাকে। কারণ ভিউয়ারদের অনুরোধে তাকে লাইভে এসে বায়ুত্যাগ করতে হয়। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।