বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের অভিনয় দক্ষতা সবসময়ই চর্চার বিষয় হয়ে থাকে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘জলসা’। এই ছবিতে মুখ্য চরিত্রে বলিষ্ঠ অভিনয় করে ফের খবরের শিরোনামে তিনি। আর এবার বিয়ে প্রসঙ্গে খোলাখুলি মন্তব্য করলেন ‘কাহানি’ অভিনেত্রী। আগে তাঁর ধারণা ছিল বিয়ে আর লিভ ইন সম্পর্ক দুটোই এক। কিন্তু সম্প্রতি তিনি জানালেন যে তাঁর এই ধারণা ভেঙে গিয়েছে। আর তাঁর এই ধারণা ভেঙেছেন স্বামী সিদ্ধার্থ রয় কপূর।
নিজের দক্ষতায় বলিউডে পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন বিদ্যা বালান। তাঁকে বলিউডের শাহরুখ খান বলা হয়। এক সাক্ষাৎকারে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। সিদ্ধার্থ রয় কপূরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি জানালেন, তাঁর এতদিনের বিয়ে সম্পর্কে ধারণা ভেঙেছেন তাঁর স্বামী।
এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান জানান, তাঁর এতদিন পর্যন্ত যত মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাঁদের মধ্যে সিদ্ধার্থ রয় কপূর সবথেকে ধৈর্য্যশীল ব্যক্তি। পাশাপাশি জানালেন, একদিন তাঁর মতে হত, বিয়ে আর লিভ ইন সম্পর্ক দুটোই এক। কিন্তু সিদ্ধার্থ রয় কপূর তাঁর সেই ধারণা ভেঙে দেন। আর বিবাহিত জীবনে তিনি অত্যন্ত সুখী।
এক সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, ‘আমি বলতে বাধ্য হচ্ছি যে, আমি জীবনে যত মানুষ দেখেছি, তাঁদের মধ্যে সিদ্ধার্থের ধৈর্য্য সবথেকে বেশি। ও মানুশের কথা অত্যন্ত ধৈর্য্য ধরে শোনে। ও কখনও আমাকে উপদেশ দেয় না। কখনও বলে না এটা করো কিংবা এটা কোরো না। ও আমার কথা মন দিয়ে শোনে। আর এগিয়ে চলতে সাহায্য করে। এমন একজন জীবনসঙ্গী পেয়ে সত্যিই আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি যেমন, তাতেই ও আমাকে মেনে নিয়েছে।
হতে পারি আমি ভালো কিংবা খারাপ। আমার জীবনে ভালো সময় এসেছে, খারাপ সময় এসেছে। আমরা প্রায় ১০ বছর হতে চলল বিবাহিত জীবন কাটাচ্ছি। আর ও আমাকে অনুভব করতে সাহায্য করেছে যে বিয়ে কী হয়। আগে আমি মনে করতাম, বিয়ে কিংবা লিভ ইন দুটোই তো একই ব্যাপার। কিন্তু এখন আমার বিয়ে সম্পর্কে ধারণা সম্পূর্ণ বদলে গিয়েছে। সিদ্ধার্থ আমার সত্যিকারের সঙ্গী।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.