আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উপকূলের একটি ছোট্ট দ্বীপে খাবার বা পানি ছাড়াই তারা বেঁচে ছিলেন ছয় দিন। অবশেষে ছয় দিন পর ইন্দোনেশিয়ার ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটি জানিয়েছে, সোমবার পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রুম শহরের প্রায় ৩৩০ কিলোমিটার (২০৫ মাইল) পশ্চিমে বেডওয়েল দ্বীপ থেকে তাদের নিরাপদে বিমানে তোলা হয়। তবে আরো ৯ জেলের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বেঁচে যাওয়া জেলেরা কর্তৃপক্ষকে জানিয়েছেন, তাদের দুইটি মাছ ধরার জাহাজ ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল, একটিতে ১০ জন ও অপরটিতে ৯ জন জেলে ছিল। তীব্র ঢেউ ও বাতাসের তোড়ে প্রথম জাহাজটি বেডওয়েল দ্বীপের তীরে চলে এলেও অপরটি ডুবে যায়।
বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন, তাদের দুটি নৌকা গত সপ্তাহে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘ইলসা’র আঘাতে সমুদ্রে ডুবে যায়। ওই জাহাজের ১০ জন ক্রু সদস্যের মধ্যে ৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলে ৫ মাত্রার ঘূর্ণিঝড় ইলসা তাণ্ডব চালানোর পর নজরদারি অভিযানে থাকা একটি সীমান্ত নিরাপত্তা হেলিকপ্টার বেডওয়েল দ্বীপে ওই জেলেদের দেখতে পায়। তারপর তাদের উদ্ধার করে ব্রুমে এনে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।
যে জাহাজটি ডুবে গেছে সেটির এক জেলে একটি জেরিক্যান ধরে ৩০ ঘণ্টা পানিতে ভেসে থাকার পর জোয়ারের স্রোত তাকেও বেডওয়েল দ্বীপের তীরে নিয়ে আসে, পরে অন্য জেলেরা তাকে উদ্ধার করেন। বেডওয়েল দ্বীপটি ক্লার্ক রিফ কোরাল অ্যাটোলের একটি ক্ষুদ্র বালুময় প্রবালপ্রাচীর। উদ্ধার পাওয়া এই ১১ জন জেলে এখন সুস্থ আছেন বলে অস্ট্রেলিয়ার সীমান্তরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি অনুসারে সীমান্তরক্ষী বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘এত বড় ধরনের অগ্নিপরীক্ষা সত্ত্বেও তাদের সবার স্বাস্থ্যই ভালো আছে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের প্রত্যাবাসন করতে কাজ করছি আমরা।’
সূত্র : বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।