গাড়ির মধ্যেই লিভিং রুম-টয়লেট, গাড়িটি দেখলে চোখ কপালে উঠবে

গাড়ির মধ্যে

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ান দুবাইয়ের রেইনবো শেখ নামেই পরিচিত। তার হামার মডেলের স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) গাড়িটি দেখলে চোখ কপালে উঠবে। গাড়ি তো নয় যেন বিরাট দৈত্য।

গাড়ির মধ্যে

ওই হামার গাড়ির কাছে একেবারে লিলিপুট অন্য গাড়িগুলো।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক ব্যক্তি সম্প্রতি ওই এসইউভি গাড়ির একটি ভিডিও পোস্ট করেন। দাবি করা হচ্ছে, ওই হামারটি হলো বিশ্বের সব থেকে বড় এসইউভি।

যে সমস্ত এসইউভি দেখে অভ্যস্ত তার তুলনায় সেটি তিনগুণ বেশি বড়।

শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ান গাড়িবিলাসী মানুষ। জীবনের সম্পদের বেশিরভাগ তিনি বিলাসবহুল গাড়ি তৈরিতে খরচ করেন। তার ওই Hummer H1 X3 গাড়িটি ৪৬ ফুট লম্বা, ২১ দশমিক ছয় ফুট উচ্চতাসম্পন্ন, ১৯ ফুট চওড়া।

এটাকে দোতলা এসইউভি বলা যায়। এর মধ্যে লিভিং রুম, টয়লেটও রয়েছে। স্টিয়ারিং রয়েছে দোতলায়।

পরিবারের সবাই একই সাবান ব্যবহার করেন? সাবধান হউন এখনই

জানা গেছে, শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের পরিবারের সদস্যের কাছে অন্তত তিন হাজার গাড়ি রয়েছে। তিনি একটা সময় তার মার্সিডিজ গাড়িটি রংধুন রঙে রাঙিয়ে তুলেছিলেন। তাই তার নাম হয়ে যায় রেনবো। বিভিন্ন ধরনের বিলাসবহুল গাড়ি রয়েছে তার কাছ। ওই বিশাল দৈত্যাকার গাড়ির জন্য তার নাম গিনেস বুকেও উঠতে পারে। সূত্র : হিন্দুস্তান টাইম