জুমবাংলা ডেস্ক : রাজধানীর তুরাগে বাসা থেকে তাহমিনা আক্তার (২৫) নামে এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর প্রেমিককে আটক করেছে পুলিশ।
রোববার রাত দেড়টার দিকে তুরাগের বাউনিয়া আদর্শপাড়া এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। ওই তরুণী গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ডেমরা গ্রামের ফজলুল হকের মেয়ে।
জানা গেছে, বিয়ে না করেও প্রেমিক ওয়াসিম-উজ-জামানের সঙ্গে তুরাগের ওই ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে তারা দীর্ঘদিন ধরে থাকছিলেন। তারা দুজনই উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নামক একটি প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই তাদের মধ্যে কলহ চলছিল। ঘটনার দিন (রোববার) রাতে পরকীয়া প্রেমিক ওয়াসিম-উজ-জামান দরজা বন্ধ পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে দরজার লক ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার যুগান্তরকে বলেন, এ বিষয়ে আমরা কাজ করছি। একজন আসামি আটক আছে। গতকাল (রোববার) আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে এসেছিলাম।
আটক ব্যক্তির পরিচয় এবং ওই তরুণীর মৃত্যুর কারণ সম্পর্কে ওসি জানান, আটক ব্যক্তি তার (তরুণীর) প্রেমিক। তারা দুজন ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন কিন্তু তাদের বিয়ে হয়নি। তারা দুজনই নার্স ছিলেন।
এদিকে নার্সের মৃত্যু ও আটকের বিষয়ে জানতে চাইলে তাদের কর্মস্থল উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মিজানুর রহমান যুগান্তরকে বলেন, আমি শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছে। আমি এখন ছুটিতে আছি। আমাকে এরকম একটি বিষয় অবগত করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা যা হয়, সেভাবে আমরা ব্যবস্থা নেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।