আন্তর্জাতিক ডেস্ক : দুপুরের খাবারে টিকটিকি পড়ায়, সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ভারতের ওড়িশার বালেশ্বরের একটি স্কুলের ১০০ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এ ঘটনাটি ঘটে বালেশ্বরের শ্রীপুর গ্রামের একটি স্কুলে। এই ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘঅন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাবারে ভাত ও তরকারি দেওয়া হয়েছিল। এক ছাত্র পরিবেশন করা খাবারের মধ্যে টিকটিকি পড়ে থাকতে দেখে।
এই খবর স্কুল কর্তৃপক্ষ জানতে পেরে দুপুরের খাবার দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু এরই মধ্যে অনেক শিক্ষার্থী কিছু খাবার খেয়ে ফেলেছিল। খাবার খাওয়ার কিছু ক্ষণ পর থেকেই একের পর এক শিক্ষার্থীর পেট এবং বুকে ব্যথা শুরু হয়। অনেকে বমি করতে থাকে। এই পরিস্থিতি দেখে স্কুল কর্তৃপক্ষও উদ্বিগ্ন হয়ে পড়েন। দ্রুত গ্রামবাসীদের সহযোগিতায় শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জেলা শিক্ষা অধিদপ্তর জানায়, ঘটনার তদন্ত করা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটল তা স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।