লাইফস্টাইল ডেস্ক : বিরক্তিকর টিকটিকির কারণে ঘরদোর ময়লা হয়। টিকটিকির উপদ্রব থেকে মুক্তি পেতে ঘর পরিষ্কার রাখুন সবসময়। পাশাপাশি কিছু ঘরোয়া উপায়ও অবলম্বন করতে পারেন।
রসুন ও পেঁয়াজ
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন দাবি করছে যে পেঁয়াজ ও রসুনের করা গন্ধে টিকটিকি পালায় ঘর ছেড়ে। কিছু পেঁয়াজের টুকরো কিংবা রসুন কোয়া রেখে দিন ঘরের কোণে। টেবিল ফ্যানের সামনে রাখলেও কাজ হবে দ্রুত।
সিঙ্কের নীচে ক্যাবিনেট পরিষ্কার রাখুন
সিঙ্কের নিচে থাকা ক্যাবিনেটে টিকটিকি লুকিয়ে থাকে প্রায় সময়ই। এগুলো নিয়মিত পরিষ্কার ও শুকনা রাখার চেষ্টা করুন। শুকনা রাখলে কাঠের পচনও রোধ হয়।
পেপার স্প্রে
ঘর থেকে টিকটিকি তাড়াতে বেশ কার্যকর উপায় হচ্ছে পেপার স্প্রে। বাড়িতে বানিয়ে নিতে পারেন এই স্প্রে। এজন্য প্রথমে কিছু গোলমরিচ নিয়ে গুঁড়া করে নিতে হবে। এবার এই গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিতে হবে। যেখানে যেখানে টিকটিকি দেখা যাচ্ছে, সেই সব জায়গায় এই পেপার স্প্রে ছিটিয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়ার বদলে শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন।
ন্যাপথলিন
টিকটিকি তাড়ানোর জন্য ঘরে ন্যাপথলিন রাখতে পারেন। ন্যাপথলিনের তীব্র গন্ধে দূর হবে টিকটিকি। রান্নাঘরের ক্যাবিনেটে কিংবা বেসিনের নিচে রাখুন ন্যাপথালিন বল।
ডিমের খোসা
ডিমের খোসা থেকে ডিমের গন্ধ আসে। এই গন্ধ সহ্য করতে পারে না টিকটিকি। যেখানে যেখানে টিকটিকি লুকিয়ে থাকে, সেখানে রেখে দিন ডিমের খালি খোসা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।