জুমবাংলা ডেস্ক : এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম আরও কমেছে। এ নিয়ে টানা ৯ সপ্তাহ কমলো এলএনজির দর। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
সবমিলিয়ে চলতি বছরের শুরুর পর থেকে এখন পর্যন্ত এলএনজির ব্যাপক দরপতন ঘটেছে। সেই হারের পরিমাণ ৪০ শতাংশেরও বেশি। কারণ, জ্বালানি পণ্যটির চাহিদা ব্যাপক দুর্বল রয়েছে।
উত্তর-পূর্ব এশিয়ায় আগামী এপ্রিলের এলএনজির গড় সরবরাহ মূল্য আরও নিম্নমুখী হয়েছে। চলতি সপ্তাহে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দর স্থির হয়েছে ১৬ ডলারে। গত সপ্তাহ থেকে যা ১ ডলার বা ৫ দশমিক ৯ শতাংশ কম।
গত আগস্টে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ওঠে ৭০ ডলার ৫০ সেন্টে। ইতিহাসে যা ছিল সর্বোচ্চ। এরপর থেকে এখন পর্যন্ত সেই গ্যাসের মূল্য হ্রাস পেয়েছে ৭৭ শতাংশ।
ট্রিডেন্ট এলএনজির বৈশ্বিক ব্যবসার প্রধান টবি কপসন বলেন, স্পট মার্কেটে গ্যাসের দাম তলানিতে গিয়ে ঠেকেছে। অবশ্য সেটা সাময়িক বলে মনে হচ্ছে। তবে দুর্বলতা এখনও স্পষ্ট বাজারজুড়ে। সম্প্রতি দরপত্রের আহ্বান যা প্রমাণ করে।
এশিয়ার খোলা বাজারে দাম কমায় দীর্ঘ ৮ মাস পর এলএনজি কিনতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে কয়েক কার্গোর ক্রয়াদেশ দেয়া হয়েছে। এতে জ্বালানি সংকট কিছুটা কাটতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।