লোডশেডিংয়ের সময় যেভাবে কাজে লাগাবেন

লোডশেডিং

লাইফস্টাইল ডেস্ক : আগেকার মতো শুরু হয়েছে এলাকাভিত্তিক লোডশেডিং। মূলত বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে সরকার। যার জন্য এই লোডশেডিং। তীব্র গরমে অনেকেই অতিষ্ঠ। কিন্তু এই অতিষ্ঠ অনুভূতিকেই স্বস্তিতে কাজে লাগাতে পারেন। করতে পারেন বেশ কিছু কাজ, যা আনন্দের পাশাপাশি কাজেও দেবে।

লোডশেডিং

লোডশেডিংয়ের সময়টা নষ্ট না করে আপনি ভালো সময় কাটাতে পারেন। এ সময় প্রকৃতির আলো-অন্ধকারে লোডশেডিংয়ের সময় উপভোগ করা যায়।

আসুন জেনে নিই, লোডশেডিংয়ের সময় যেভাবে কাজে লাগাতে পারেন౼

আরও পড়ুন: ঘরের কাজে পুরুষের চেয়ে ৮ গুণ বেশি সময় দেন নারীরা

১. ধরুন বিদ্যুৎ নেই, চোখ বন্ধ করে মন দিয়ে প্রকৃতির শব্দ শুনুন। প্রকৃতিতে ছড়িয়ে আছে হাজারো শব্দ। সেগুলো শুনলে মন শান্ত হবে, জানা হবে প্রকৃতিকেও আরও কাছ থেকে।

২. পরিবারের সদস্যদের সঙ্গে গানের আসর বসাতে পারেন। কিংবা রাতে ছাদে বা বাসার সামনের খোলা জায়গায় বসে আড্ডা দিতে পারেন। এতে পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিকতা বাড়বে।

৩. আঁকতে বা লিখতে ভালো লাগে অথবা অন্য কোনো শিল্পচর্চায় নিজেকে নিয়জিত রাখতে চান। কাজের ফাঁকে এই শহরে নিজের জন্য সময় বের করা অসম্ভব কঠিন। তবে এতকিছুর মধ্যেও আপনি যদি নিজের এই সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখতে চান, লোডশেডিংয়ে এ কাজটিও করতে পারেন। নিজের পছন্দের কাজ করার মাধ্যমে মানসিকভাবে ইতিবাচক ও আনন্দপূর্ণ হয়।

৪. হাঁটতে বের হতে পারেন। জনমানুষের সান্নিধ্যে এসে মনটাও বেশ ফুরফুরে হয়ে উঠবে। কে জানে, হয়তো দিনের আলোয় যে রাস্তাকে অনেক চেনা লাগে, সেটাই আবার নতুন করে চিনতে পারবেন। নতুন করে ভালো লাগতে শুরু করবে অনেক কিছু।

অতিষ্ঠ আলিয়া, বলিউডে হইচই পড়ে গিয়েছে

৫. দিনের বেলায় প্রকৃতির আলোয় ক্যারম বা লুডুর মতো খেলাগুলো যে জমে উঠবে পারিবারিক আয়োজনে, তা বলাই বাহুল্য। মাথা খানিকটা বেশি খাটাতে চাইলে দাবাও বেছে নিতে পারেন।

৬. পরিবারের সবাই মিলে গল্প করতে পারেন। এমনসব কাজ খুঁজে বের করুন, যা আন্তরিকতা বাড়াবে।