আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় আহত কামরুজ্জামানের (৩৫) মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাতে তিনি মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। এর আগে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় হেরাম শরীফ মসজিদে মাগরিব নামাজ শেষে নিজ বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন।
নিহত প্রবাসী কামরুজ্জামান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলি গ্রামের হাজী বাড়ির মরহুম আলী আশরাফের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১২ বছর ও ৮ বছর বয়সী দুই ছেলে রেখে গেছেন। এই ঘটনায় নিহতের পরিবার ও স্বজনসহ নিকট আত্মীয়ের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহতের বড় ভাই মাহবুব হোসেন মামুন জানান, জীবিকার তাগিদে ও পারিবারিক সচ্ছলতার আশায় ২ বছর আগে মো. কামরুজ্জামান সৌদিআরবের মক্কায় যান। গত ২৯ অক্টোবর মক্কার হেরাম শরীমে মাগরিবের নামাজ আদায় করে নিজ বাসায় ফেরার পথে তিনি রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মক্কার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি ১১ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বাংলাদেশ সময় শুক্রবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি জানান, ঋণের টাকায় কামরুজ্জামান বিদেশে গিয়েছেন। অবুঝ ছেলে দুটি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়ালেখা করে। এখনো ঋণের টাকা পরিশোধ হয়নি। এর মধ্যে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। এখন কি করে ঋণ পরিশোধ করবো, আর তার স্ত্রী, দুই ছেলেকে নিয়ে কিভাবে চলবে? এই বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব জানান, তার (কামরুজ্জামান) পরিবার মাধ্যমে মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এ সময় তিনি মরদেহ দেশের আনার বিষয়ে সরকারি সহযোগিতা কামনা করেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.