লজ্জা দূরে সরিয়ে ওদের শিক্ষা দেওয়া উচিৎ : স্বস্তিকা

স্বস্তিকা

বিনোদন ডেস্ক : স্বস্তিকা মুখোপাধ্যায়। সোজাসাপটা কথা বলতে কোনওদিন পিছুপা হন না তিনি। এজন্য হয়ত মাঝে মধ্যেই খবরের শিরোনামের উঠে আসেন এই অভিনেত্রী। এবার নারীদের সাইবার বুলিং নিয়ে কথা বললেন জাতীয় মহিলা কমিশনের মঞ্চে।

স্বস্তিকা

সোশ্যাল মিডিয়ায় মেয়েদের প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়। বিষয়টা যেন জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে! একের পর এক অশালীন মন্তব্য পরে কমেন্ট বক্সে! কেউ প্রতিবাদ করে আবার কেউ বা এড়িয়ে যায়। কিন্তু তাতে কি আদৌ সমস্যার সমাধান হবে? আর প্রোফাইল ব্লক, রিপোর্ট করেই বা কতদিন চলবে- এসব বিষয় নিয়ে সেখানে কথা বলেন স্বস্তিকা।

জাতীয় মহিলা কমিশনে কলকাতা বাংলা থেকে একমাত্র ডাক পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে কিছুটা রাগ ঝেড়েছেন অভিনেত্রী।

তার কথায়, ‘জাতীয় মহিলা কমিশন থেকে রোজ রোজ কেউ ডাক পান না। সম্প্রতি সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল এমপাওয়ারমেন্ট নিয়ে যে সেমিনারের আয়োজন হয়েছিল, সেখানে প্যানেলিস্ট হিসেবে যোগ দিয়েছিলাম। বাংলায় এত বক্তা থাকতে একমাত্র আমিই ডাক পেয়েছি। আমি যেটা বিশ্বাস করি সেখানে সেকথাই বলে এসেছি। ভুয়া নাম নিয়ে প্রোফাইল খুলে যারা গালাগালি করেন তারা আদতে কাপুরুষ ছাড়া কিছু নয়। নিজেদের লজ্জা দূরে সরিয়ে রেখে আমাদের সময় এসেছে ওদের শিক্ষা দেওয়ার। আমাদের নিরাপত্তা আমাদের হাতেই।’

ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি

স্বস্তিকা নিজেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের শিকার হয়েছেন। পাল্টা জবাব দিতেও ছাড়েননি তিনি। রুখে না দাঁড়ালে এই ঘটনার যে পুনরাবৃত্তি ঘটতেই থাকবে, তা উপলব্ধি করতে পেরেই এবার জাতীয় মহিলা কমিশনে আওয়াজ তুললেন অভিনেত্রী। নারীদের প্রতি কটূক্তি বা অশালীন আচরণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সবাইকে একজোট হওয়ার আবেদন জানিয়েছেন স্বস্তিকা।