Close Menu
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Bangla news
Home লোক-দেখানো ইবাদতের বাহ্যিক কিছু লক্ষণ
ইসলাম ধর্ম

লোক-দেখানো ইবাদতের বাহ্যিক কিছু লক্ষণ

Mynul Islam NadimJune 13, 20254 Mins Read
Advertisement

ধর্ম ডেস্ক : ইবাদত একান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য খাঁটি অন্তর থেকে উৎসারিত এক নিবেদন। কিন্তু যখন এই পবিত্র আমলে মিশে যায় লোক-দেখানোর প্রলোভন, তখন তা হয়ে ওঠে ‘রিয়া’—একটি সূক্ষ্ম অথচ ভয়াবহ আত্মপ্রবঞ্চনা। রিয়া আমলের প্রাণ হরণ করে, বান্দাকে বান্দার প্রশংসার কাঙাল বানিয়ে তোলে, অথচ সে ভাবে সে আল্লাহর সন্তুষ্টি অর্জনে রত।

লোক-দেখানো

এই প্রবন্ধে রিয়ার কিছু সূক্ষ্ম রূপ ও তার বহুমাত্রিক প্রকাশ তুলে ধরা হয়েছে, যা অনেক সময় অজান্তেই আমাদের আচরণে ঢুকে পড়ে। উদ্দেশ্য একটাই—আত্মসমালোচনার দরজা খুলে দেওয়া, যাতে আমাদের ইবাদত হয় খাঁটি, নির্ভেজাল ও শুধু আল্লাহর জন্য।

রিয়া হলো লোক-দেখানো, লৌকিকতা, প্রদর্শন করা বা প্রদর্শনেচ্ছা। ইংরেজিতে শো অফ। মানুষের কাছ থেকে প্রশংসা বা বাহবা পাওয়া ও সুনাম কুড়ানোর লক্ষ্যে ইবাদত প্রকাশ করা।

ইসলামী পরিভাষায় রিয়া হলো—কোনো নেক কাজ বা কথা বলার ইচ্ছা প্রকাশ করা, যাতে লোকেরা খাঁটি মুমিন বলে অথবা তার কথা বা কাজের সুনাম করে। (ফাতহুল বারি : ১০/৫২৮)

আরো ক্লিয়ারলি বললে মানুষের সামনে নিজের বড়ত্ব প্রকাশ করার উদ্দেশ্যে কিংবা অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্যে দ্বিনি কাজ সম্পাদন করাই হলো রিয়া বা শো অফ। (কামালাতে আশরাফিয়া : পৃষ্ঠা-১০৫)

রিয়ার পদ্ধতি

মানুষ অনেক পদ্ধতিতে রিয়া করে। এর পরিসর এত বিস্তৃত যে সব এখানে বর্ণনা করা সম্ভব নয়।

তবে কয়েকটি উদাহরণ স্মরণ করিয়ে দেওয়ার জন্য উল্লেখ করা হলো। এখানে যেসব পদ্ধতি উল্লেখ করা হচ্ছে, তা কারো মধ্যে পাওয়া গেলে স্পেসিফিকলি তাকে রিয়াকার বলা যাবে না। কারণ এটি নির্ভর করে নিয়তের ওপর। আর নিয়তের কথা আল্লাহই ভালো জানেন। অবশ্য অনেক সময় নিয়তের ওপর বাহ্যিক কিছু লক্ষণও পাওয়া যায়।

১. কেউ কখনো শরীরের দুর্বলতা বা ফ্যাকাসে ভাব দেখিয়ে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে পারেন যে তিনি ইবাদতে খুবই যত্নবান এবং ইবাদতে যথেষ্ট পরিশ্রমী।

২. কেউ কেউ মোটা ও খসখসে কাপড় পরেন, হাতা ছোট রাখেন কিংবা নিজের হাতে সেলাই করা জুতা পরেন, যাতে মানুষ তাঁদের দেখে দুনিয়াবিমুখ ভাবে।

৩. কেউ হয়তো খুব কম খান, এমনভাবে নিজেকে উপস্থাপন করেন, যেন তাঁর নিজের দিকে খেয়াল রাখার সময়ও নেই, তিনি বড় কোনো দ্বিনি কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

৪. কেউ নিজের চলাফেরায় বড় আল্লাহওয়ালা বুজুর্গের মতো প্রকাশ করেন, হাঁটার সময় মাথা নিচু রাখেন, চলাফেরায় অতিমাত্রায় ধীরস্থিরতা প্রদর্শন করেন, যাতে মানুষ তাঁদের দেখে দুনিয়াবিমুখ ভাবে।

৫. কেউ জনসমক্ষে সুন্নত মেনে চলার অত্যন্ত যত্নবান হিসেবে নিজেকে দেখান, কিন্তু একান্তে তা মানেন না। তেমনি কথায় কথায় সুন্নতের কথা বলেন, কিন্তু নিজের আমলে সুন্নতের লেশমাত্র নেই।

৬. কেউ নিজেকে আলেম বা বুজুর্গদের সঙ্গী বা মুরিদ হিসেবে তুলে ধরেন, এর মাধ্যমে তিনি মানুষের কাছে সম্মান ও গুরুত্ব পেতে চান।

৭. কেউ প্রকাশ্যে জিকির করেন ও তাহাজ্জুুদ পড়েন, যাতে মানুষ তাঁকে ধার্মিক ও আল্লাহর ওলি ভাবে।

৮. কেউ দুনিয়ার লোকদের প্রতি ঘৃণা ও অসন্তুষ্টি প্রকাশ করে বা তাদের পাপাচারকে নিন্দা করে নিজেকে সাধু হিসেবে তুলে ধরার চেষ্টা করেন।

৯. কেউ মানুষ দেখলে নামাজে দীর্ঘ সময় ব্যয় করেন, রুকু ও সিজদা দীর্ঘ করেন, যেন তাঁদের গভীর খুশু ও বিনয় প্রদর্শিত হয়, অথচ এর সবটাই লোক-দেখানোর জন্য।

১০. কেউ এমন গুণ বা অর্জনের কথা বলে নিজেকে বড় করে দেখাতে চান, যা আসলে তাঁর নেই। যেমন তিনি বলেন, ‘আমি খতিব ছিলাম’ বা ‘আমি জিহাদে অংশ নিয়েছি’ কিংবা ‘আমি এই বা সেই কাজে অত্যন্ত দক্ষ’ অথবা ‘আমি অমুক পরিমাণ সম্পদ দান করেছি’ যদিও এ সবই মিথ্যা। এতে তিনি রিয়া ও মিথ্যার মিশ্রণ ঘটান।

১১. কেউ নিজের পবিত্রতা প্রমাণের জন্য অন্যের দোষ ধরেন বা তাদের সমালোচনা করেন। যেমন—বলেন, ‘অমুক ব্যক্তি পরহেজগার নয়’ অথবা ‘অমুক রাতে নামাজ পড়ে না।’ ‘অমুক ব্যক্তির এই এই সমস্যা’। আসলে তিনি বোঝাতে চান যে, তিনি এসব দোষ থেকে মুক্ত।

১২. কেউ হয়তো জ্ঞান ছাড়াই ফতোয়া দেন, যাতে তাঁকে অজ্ঞ মনে না করা হয়। কেউ কেউ রিয়াতে এতটাই দক্ষ হয়ে ওঠেন যে একান্তে থাকলেও নিজেকে এমনভাবে গড়ে তোলেন, যেন জনসমক্ষে তাঁর আচরণটিও স্বতঃস্ফূর্ত মনে হয়।

১৩. কেউ কখনো তাঁর ইবাদতকে গোপন রাখতে চান, যেন অন্যরা তা না দেখে। কিন্তু যখন মানুষের মধ্যে উপস্থিত হন, তিনি চান যেন তাঁকে সম্মান জানিয়ে আগে সালাম দেওয়া হয়, হাসিমুখে সম্ভাষণ করা হয়, তাঁর প্রয়োজন মেটাতে সক্রিয় হন, লেনদেনে উদারতা দেখানো এবং মজলিসে তাঁকে সম্মানের আসন দেওয়া হয়।

১৪. কেউ কখনো বন্ধু, অনুসারী বা শিষ্যের সংখ্যার মাধ্যমে নিজের মর্যাদা বাড়ানোর চেষ্টা করেন, যেন মানুষ তাঁকে সম্মানিত নেতা বা পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করে। এ কারণেই সালাফ-সালেহিন এই আত্মপ্রবঞ্চনার বিপজ্জনক পথ থেকে সব সময় সতর্ক থাকতেন।

১৫. কেউ কখনো নিজের অপূর্ণতা ও দুর্বলতাকে জনসমক্ষে প্রকাশ করেন, যেন মানুষ তাঁকে বিনয়ী ও নম্র হিসেবে দেখে এবং তাঁর বিনয়াবনত হওয়ার প্রশংসা করে।

১৬. কেউ কেউ সুন্দর ও আবেগভরা কণ্ঠে কৃত্রিমভাবে কোরআন তিলাওয়াত করে লোক দেখানোর চেষ্টা করেন।

শাকের উল্লাহ সাদেক

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ইবাদতের ইসলাম কিছু ধর্ম বাহ্যিক লক্ষণ লোক-দেখানো
Related Posts
ভালোবাসা

কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর ভালোবাসা লাভের ১০ আমল

December 1, 2025
রিজিক

হাদিসের আলোকে রিজিক বৃদ্ধি

November 26, 2025
আল্লাহর প্রথম সৃষ্টি

আল্লাহর প্রথম সৃষ্টি কী—আলেমদের মতামত ও কোরআন-হাদিসের দলিল

November 24, 2025
Latest News
ভালোবাসা

কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর ভালোবাসা লাভের ১০ আমল

রিজিক

হাদিসের আলোকে রিজিক বৃদ্ধি

আল্লাহর প্রথম সৃষ্টি

আল্লাহর প্রথম সৃষ্টি কী—আলেমদের মতামত ও কোরআন-হাদিসের দলিল

পরকাল

কোরআনের আলোকে পরকাল ও কিয়ামতের ৩ মৌলিক স্তম্ভের ব্যাখ্যা

খরচ

যেসব খরচ মানুষের রিজিকে বরকতের দরজা খুলে দেয়

জুমার নামাজ

রজব ও জুমার দিনের ফজিলত: কোরআন-হাদিসে বিশেষ গুরুত্ব

ভূমিকম্পে দোয়া

ভূমিকম্প হলে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী

ঈমান

ঈমান ও ইসলামের সম্পর্ক

মুমিন

রোগ-ব্যাধি মুমিনের পাপমোচনের মাধ্যম

নামাজ

পরিবার-পরিজন ও অধীনস্থদের নামাজের আদেশ দেওয়ার গুরুত্ব

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.