জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলার লোকালয়ে আবার বাঘের পায়ের ছাপ দেখা গেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার সোনাতলা গ্রামের হারুণ ভদ্দর এবং আবু ভদ্দরের বাড়ির বাগানে ও পুকুরপাড়ে বাঘের পায়ের ছাপ দেখা যায়।
স্থানীয়দের ধারণা, বুধবার রাতের কোনো এক সময় সুন্দরবনের ভোলা নদী পার হয়ে দুইটি বাঘ লোকালয়ে প্রবেশ করেছে। এ ঘটনায় ওই এলাকার মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়েছেন।
এর আগে গত ৫ জানুয়ারি সুন্দরবনের দাসের ভাড়ানী এলাকার খাল পার হয়ে গ্রামে ঢুকে একটি বাঘ এক গৃহস্থের একটি ছাগল ধরে নিয়ে গিয়েছিল।
এদিকে বাঘ আসার খবর পেয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সোনাতলা গ্রামে মাইকিং করেছে বনবিভাগ। বাঘটির পায়ের ছাপ পর্যবেক্ষণ করছেন বন বিভাগের লোকজন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষী আব্দুর রহিম বলেন, গ্রামে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখেছি। আমরা পায়ের ছাপ পর্যবেক্ষণ করছি।
বন সুরক্ষায় নিয়োজিত সিপিজির (কমিউনিটি পেট্রোল গ্রুপ) সহসভাপতি শহীদুল ইসলাম সাচ্চু বলেন, ধারণা করছি, বুধবার রাতের কোনো এক সময় সুন্দরবন থেকে একটি বাঘ লোকালয়ে ঢুকেছে। আবু ভদ্রের বাড়ির দক্ষিণ পাশ দিয়ে বাঘটি গ্রামে ঢুকেছে। সকালে আব্দুল মালেক, আসলাম ভদ্র, হারুন ভদ্রের বাড়ির পুকুর পাড় ও বাগানে বাঘের একাধিক পায়ের ছাপ দেখেছি। পায়ের ছাপগুলো ভিন্ন আকৃতির।
মনে হচ্ছে, দুইটি বাঘ এসেছিল গ্রামে। আমরা পায়ের ছাপ থাকা এলাকা ও আশপাশে তল্লাশি করেছি। মনে হচ্ছে, বাঘ দুইটি আবার বনের মধ্যে চলে গেছে। হয়তো খাবারের সন্ধানে বা পথ ভুলে বাঘ দুইটি লোকালয়ে এসেছিল।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করছে। এখনও পর্যন্ত লোকালয় তল্লাশি করে বাঘের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করছি, বাঘ বনে ফিরে গেছে। এছাড়া বনরক্ষীরা সোনাতলা গ্রামে পর্যবেক্ষণে আছেন। সতর্ক থাকতে সেখানে মাইকিং করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।