আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনের আগে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
শুক্রবার (১৫ মার্চ) থেকেই নতুন দাম কার্যকর হবে।কলকাতায় পেট্রোলের নতুন দাম লিটার প্রতি হবে ১০৪ দশমিক ০৩ রুপি আর ডিজেল ৯০ দশমিক ৭৬ টাকা।
দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি রান্নার গ্যাসের দামও ১০০ রুপি কমিয়েছে মোদি সরকার। কিন্তু প্রায় দুই বছর ধরে তেলের দাম চড়া এবং স্থির রয়েছে। পেট্রোলের দাম লিটারপ্রতি ১০০ রুপির ওপরে। ডিজেল ৯০ রুপির বেশি। পেট্রোলের দাম দিল্লিতে এখন ৯৪ দশমিক ৭২ রুপি। অন্যদিকে এক লিটার ডিজেলের দাম রাজধানীতে ৮৭ দশমিক ৬২ রুপি। রাজস্থানে বিজেপি সরকার পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাট কমিয়ে দিয়েছে ২ শতাংশ করে।
এ বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি লিখেছেন, পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ রুপি করে কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, মোদিজি আবারও প্রমাণ করেছেন যে ভারতের কোটি কোটি পরিবারের কল্যাণই তার সব সময়ের লক্ষ্য।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।