বিনোদন ডেস্ক : সম্পর্কে রয়েছেন, শীঘ্রই প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বৃহস্পতিবার টুইট করে এ কথা ঘোষণা করেন ললিত মোদী। প্রাক্তন ব্রক্ষ্মাণ্ড সুন্দরীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। এই খবরে সাড়া ফেলেছে গোটা দেশ জুড়ে। চর্চায় সুস্মিতা-ললিতের প্রেম।
হাই প্রোফাইল এই জুটির সম্পর্ক নিয়ে মুখ খুললেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। তাঁর কথায়, ‘প্রথমে শুনে তো চমকে গিয়েছিলাম। খুব সুন্দর ভালোবাসার গল্প।’ পাশাপাশি এ দিন তিনি আরও বলেন, ‘বাহ! ললিতজি, কত বড় হাত মেরেছেন! ডাইরেক্ট সুস্মিতা সেন। আসলে দুজনকে দেখে আমার বাপ-মেয়ে লেগেছে। একজন মিস ইউনিভার্স, আর একজন কে, চিনিই না।’
প্রসঙ্গত, চর্চার মাঝেই মুখ খুলেছেন সুস্মিতাও। দুই মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে প্রাক্তন মিস ইউনিভার্স জানিয়েছেন, ‘আমি খুব আনন্দের জায়গায় আছি!!! বিয়ে হয়নি, আংটিও পরিনি। নিঃশর্ত ভালোবাসায় ঘিরে আছি। যথেষ্ট স্পষ্ট করে বলে দিয়েছি। এবার নিজের জীবনে আর কাজে ফিরি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।