রাজধানীতে পাওনাদারের বকাঝকা ও অপমান সহ্য করতে না পেরে এক চা দোকানি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে দিকে যাত্রাবাড়ীর ধনিয়া সরাই মসজিদ এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে।
ওই চা দোকানির নাম মো. মনির (৫০)। তার গ্রামের বাড়ি ভোলা সদরের পূর্ব চরকালি এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে তিনি যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় ভাড়া থাকতেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
মনিরের ছেলে মিরাজ বলেন, সকালে আমার বাবা নিজের দোকানে গলায় ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার বাবা এলাকার কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। ওই পাওনাদাররা টাকা ফেরতের জন্য দোকানে এসে বকাঝকা ও অপমান করেন। এ ঘটনার পরই বাবা মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



