বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতীয় বাজারে দ্রুত আসতে চলেছে রিয়েলমি ১১ প্রো ৫ জি সিরিজ। কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে এই ফোন লঞ্চ করার ব্যাপারে জানানো হয়েছে। যদিও এই মুহুর্তে ফোন লঞ্চ করার তারিখ নিশ্চিত করা হয়নি। তবে ইতিমধ্যে এই ফোনের দাম এবং ফিচারের ব্যাপারে বেশ কিছু জল্পনা বা সম্ভাবনা কানে এসেছে। এই নতুন সিরিজের ফোন ইতিমধ্যে চিনে চালু করা হয়েছে।
টিপস্টার সুধাংশু অম্বোর টুইটে জানিয়েছেন, আগামী ৮ জুন ভারতে মুক্তি পেতে পারে এই আসন্ন সিরিজ। এই সিরিজের অধীনে রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্লাস লঞ্চ করা হবে। এই সিরিজের পাশাপাশি রিয়েলমি ইয়ারবাডস ৫ প্রো-ও লঞ্চ করা হতে পারে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ইতিমধ্যে চিনের বাজারে প্রকাশ করা হয়েছে। দুটি সেটেই ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যুক্ত করা হয়েছে।
রিয়েলমি ১১ প্রো তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা মডিউল। এর প্রাইমারি সেন্সর ১০০ মেগাপিক্সেল। রিয়েলমি ১১ প্রো প্লাসে ২০০ মেগাপিক্সেল স্যামসাং এইচপি ৩ সেন্সর সহ ট্রিপল ক্যামেরা মডিউল থাকতে পারে। উভয় ফোনের পাওয়ারের জন্য ৫ হাজার এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জিং ক্ষমতা সহ চার্জিং ক্যাপাসিটি ১০০ ওয়াট।
কানাঘুষো অনুযায়ী, রিয়েলমি ১১ প্রো তে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। রিয়েলমি ১১ প্রো+ ভ্যারিয়েন্টের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যামের সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজের অপশন দেওয়া যেতে পারে। কোম্পানির পক্ষ থেকে দেওয়া হতে পারে তিনটি কালার অপশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।