আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে চুরি যাওয়া বিলাসবহুল গাড়ি উদ্ধার হল সাত সমুদ্র পেরিয়ে পাকিস্তানের করাচিতে! যে সে গাড়ি নয়, এ হল বেন্টলি মুলসান যার আনুমানিক বাজারমূল্য তিন লাখ মার্কিন ডলারেরও বেশি। ভারতীয় মুদ্রার হিসেবে ধরলে দু’ কোটি টাকারও বেশি! আর বিনা কাজগপত্রে এই চোরাই গাড়ি কিনে দিব্বি নিজের বাড়ির গাড়িবারান্দায় সাজিয়ে রেখেছিলেন করাচির এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হল কই!পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ব্রিটিশ গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটিকে উদ্ধার করে কাস্টমস।
তবে এই অত্যাধুনিক গাড়ি চালানোর লোক মেলেনি করাচিতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে কোনওক্রমে ঠেলেঠুলে গাড়িটিকে সরানোর চেষ্টা করছেন পাক কাস্টমসের কর্মীরা।
পাকিস্তান মিডিয়ায় প্রকাশিত খবর অনুসারে কয়েক সপ্তাহ আগে লন্ডন থেকে চুরি যায় বহুমূল্য এই বেন্টলি গাড়িটি। গাড়িতে থাকা অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম ধরে শুরু হয় খোঁজ।
শেষে দেখা যায় লন্ডন ছেড়ে অনেক দূরে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে গাড়িটিকে। পাকিস্তানের কালেক্টরেট অফ কাস্টমস এনফোর্সমেন্ট (CCE) কে ব্রিটিশ তদন্তকারীরা জানান ধূসর, অটোমেটিক বেন্টলে মুলসান গাড়িটি করাচিতেই রয়েছে। গাড়ির ইঞ্জিন নম্বর সহ একাধিক তথ্যও জানানো হয়। তদন্তে নেমে করাচির DHA এলাকায় একটি বাংলোর গাড়িবারান্দা থেকে উদ্ধার হয় বহুমূল্য বেন্টলে গাড়িটি।
পাক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, চুরি করে গাড়িটি কয়েক হাজার কিলোমিটার দূরে নিয়ে এলেও শেষ রক্ষা করতে পারেনি গাড়ি চোরেরা। অত্যাধুনিক গাড়িতে থাকা ট্র্যাকার সরাতে বা সেটি বন্ধ করতে পারেনি তারা। তার সেই কারণেই দূর লন্ডনে বসে গাড়ির খোঁজ পেয়েছেন ব্রিটিশ তদন্তকারীরা।
পাকিস্তানের নম্বর প্লেট বসিয়েও চুরি ঢাকা যায়নি। করাচিতে উদ্ধার হওয়া গাড়ির চেসিস নম্বরের সঙ্গে লন্ডনের বেন্টলির তথ্য মিলে যাওয়াতেই ধরা পড়ে যায় চুরি। যে বাড়ি থেকে গাড়িটি উদ্ধার হয়েছে, বৈধ নথি দিতে পারেননি সেই ব্যক্তিও। যারা তাঁকে এই গাড়ি বিক্রি করেছিল তাঁদেরও গ্রেফতার করা হয়েছে।
আর এই বেন্টলি উদ্ধারের সঙ্গেই বড়সর আন্তর্জাতিক গাড়ি পাচার চক্রের। পূর্ব ইউরোপের কূটনৈতিক নথি ব্যবহার করে এই গ্যাং পৃথিবীর বিভিন্ন দেশে চোরাই গাড়ি পাচার করত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই নথি ব্যবহার করেই পাকিস্তানে গাড়িটি আমদানি করা হয়। পাকিস্তানি রুপিতে প্রায় ৩০ কোটি কর ফাঁকি দেওয়া হয় বলে অভিযোগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।