জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (০৯ আগস্ট) সন্ধ্যার পর থেকে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে সকাল থেকে দূরপাল্লার পরিবহন বন্ধ রেখেছিল জেলা পরিবহন মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সাতক্ষীরা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন বায়রন বলেন, ‘শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের নেতাদের আলোচনার পর সন্ধ্যা থেকে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে।’
শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, কিছুদিন আগে কালিগঞ্জ উপজেলার কাউন্টারগুলোতে যশোর থেকে আসা গাড়ির যাত্রী চেকিংয়ের সময় চাঁদা দাবি করেছিলেন কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন। সম্প্রতি যশোর থেকে ছেড়ে আসা জয় পরিবহনের একটি গাড়িতেও চাঁদা দাবি করেন তারা। পাশাপাশি শ্যামনগরের কিংফিশার নামে ঢাকাগামী একটি বাস ভাঙচুর করেন ইউনিয়নের শ্রমিকরা।
এ নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার যশোরে অবস্থিত সাতক্ষীরার পরিবহন কাউন্টারগুলোতে তালা দেন যশোর পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন। তারই প্রতিবাদে সাতক্ষীরা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে সাতক্ষীরা বাস-মালিক সমিতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।