বিনোদন ডেস্ক : এ প্রজন্মের চলচ্চিত্রের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন অনেকেই। স্বীকৃতিস্বরূপ পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাকে নিয়ে তাই সবার আশার কমতি ছিল না। কিন্তু নায়িকা হিসেবে হালে পানি পাচ্ছেন না দীঘি।
২০২১ সালে নায়িকা হয়ে বড় পর্দায় তার অভিষেক হয় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু নির্মিত ‘তুমি আছ তুমি নেই’ ছবিটির মাধ্যমে। প্রথম ছবিতেই নায়িকা হিসেবে সাড়া জাগাতে ব্যর্থ হন দীঘি। এরপর একই বছর তার অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ আলোর মুখ দেখে। প্রথমটির মতো দ্বিতীয় ছবিটিও মুখ থুবড়ে পড়ে। সেলিম খানের পরিচালনায় ছবিটির চিত্রনাট্য রচনা ও সহ-পরিচালনা করেন শামীম আহমেদ রনি। ২০২২ সালে প্রেক্ষাগৃহের বাইরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। সুমন ধর পরিচালিত এই ছবিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। এতে নায়কের অভিনয় প্রশংসিত হলেও দর্শকের মনে দাগ কাটতে পারেননি নায়িকা। গত বছর দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মুজিব : একটি জাতির ও রূপকার’। এই সিনেমায় ছোট একটি চরিত্রে দেখা মেলে দীঘির। বহুল আলোচিত ঐতিহাসিক এই সিনেমার একটি গানে দর্শকের নজর কেড়েছেন দীঘি। কিন্তু অভিনয় দিয়ে আলোচনায় আসতে পারেননি তিনি।
সবশেষ ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসে তার নতুন সিনেমা ‘শ্রাবণ জোৎস্নায়’। কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনা করেছেন আবদুস সামাদ খোকন। এই সিনেমাটি নিয়েও আশায় গুড়ে বালি দর্শকের। মুক্তির কয়েক দিনের মাথায় দর্শকের অভাবে কোনো কোনো হল থেকে নামিয়ে দেওয়া হয় দীঘির ‘শ্রাবণ জোৎস্নায়’ সিনেমাটি। বড় পর্দায় নায়িকা হিসেবে নিজেকে জমাতে না পারলেও ওটিটি প্ল্যাটফর্মে তাকে দেখা যায়। সবশেষ গিয়াসউদ্দিন সেলিমের ‘গাইয়া’ স্বল্পদৈর্ঘ্যতে অভিনয় করেছেন। কিন্তু তা আলোচনায় আসেনি। তবে দীঘি অভিনয়ের চেয়ে টিকটক প্ল্যাটফর্মে বেশি সরব। প্রায়ই নেটিজেনদের কাছে নেতিবাচক মন্তব্যের শিকার হন এই অভিনেত্রী। এ ছাড়া কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন দীঘি। সেসব নিয়েও আলোচনায় আসতে পারছেন না। আসলে কোন পথে যাচ্ছে দীঘির ক্যারিয়ার? এই বিষয়ে জানতে তার সঙ্গে কয়েকবার ফোন কল এবং মুঠোফোনে খুদে বার্তা দিয়ে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
নতুন কোনো সিনেমায় না থাকলেও করপোরেট অনুষ্ঠানে পারফর্ম, শোরুম উদ্বোধনে ব্যস্ত সময় পার করছেন দীঘি। শুধু তাই নয়, মাঝেমধ্যে তাকে দেখা গেছে যাত্রার মঞ্চেও। অভিনয় দিয়ে আলোচনায় না এলেও বারবার নিজেকে নানা বিতর্কে জড়িয়েছেন দীঘি। গত বছর দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়েও বিতর্কের জন্ম দেন তিনি। দীঘির ক্যারিয়ার নিয়ে চলচ্চিত্রের অনেকেই হতাশ। তারা বলছেন, দীঘির নায়িকা ক্যারিয়ারের শুরু থেকেই কপাল মন্দ। একটি সিনেমাও দর্শক গ্রহণ করেনি। এভাবে অভিনয় জগতে টিকে থাকা কঠিন।
দীঘি ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত শিশুশিল্পী চরিত্রে মোট ১৮টি ছবিতে অভিনয় করেছেন এবং ২০২১ সালে নায়িকা চরিত্রে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।