‘বেঁচে থাকুক এ বন্ধুত্ব, সবাইকে ঈদ মোবারক’

বেঁচে থাকুক বন্ধুত্ব

সাইদুর রহমান রিমন : ঈদ আনন্দ যেন আগের রাতেই পরিপূর্ণ হয়ে গেল। গ্রামের বাড়ি ছেড়ে দুই ধাপ পেরিয়ে বাজারে পা রাখতেই সমস্বরে আনন্দধ্বনি- সবাইকে সবার পেয়ে যাওয়ার আনন্দ। ফনী মামা, ইলু ভাই, প্রিয় সাজ্জাদ বন্ধু, দোস্ত শামীম, বন্ধু হাকিম, মঞ্জু ভাইসহ অন্যরা হাজির সেন্টু টি স্টলে।

বেঁচে থাকুক বন্ধুত্ব

প্রিয়ভাজনদের সঙ্গে ২২/২৩/২৫ বছর পর দেখা, কিন্তু আন্তরিকতা আর কথাবার্তার ঢঙে তা যেন বুঝার উপায় নাই। নিজ নিজ ক্ষেত্রে সকলেই ঈর্ষণীয় ভাবে প্রতিষ্ঠিত। ঈদ পার্বণে সবাই হাজির হয় গ্রামে- তাদের অভ্যর্থনা জানাতে বন্ধু হাকিম আর ইলু ভাইর হাত যেন প্রসারিতই থাকে সাংবাৎসরিক। একমাত্র ছেলেকে পড়াশুনার জন্য বিদেশে পাঠিয়ে একাকী হয়ে পরা সাজ্জাদ এখনও বন্ধুদের জন্য কতটা প্রাণবন্ত, না দেখলে বুঝার উপায় নাই। আরেক উচ্ছল তারুণ্যের বন্ধু এবুও এসেছে গ্রামে।

আজ বাপজান জহির এবং হৈচৈ করা বন্ধু মাহবুবের খুব বেশি অভাববোধ করেছি। মাহবুব লন্ডনে আর জহির এখনও ঢাকায় শতেক ব্যস্ততায়। অল্প সময়ের তবে গভীর আন্তরিকতার এ আড্ডা যেন দেহ মনকে সতেজ করে দিলো। ঈদকে কেন্দ্র করে সর্বত্রই হয়তো এমন বন্ধুত্বের ঝালাই হচ্ছে, সবাই ফিরে যাচ্ছে উচ্ছল তারুণ্যের দারুণ অতীতে। বেঁচে থাকুক বন্ধুত্ব, বেঁচে থাকুক অকৃত্তিম আন্তরিকতা। শৈশব, কৈশোর, তারুণ্য থেকে আজকের পঞ্চাশ পেরোনো বন্ধুত্বের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক! ঈদ মোবারক!!

লেখক- বিশিষ্ট সাংবাদিক