বাথরুমে দীর্ঘক্ষণ গোসল করছে নববধূ, শাশুড়ির উঁকি দিতেই ঘটলো যে ঘটনা!

Gosol

আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশের সম্বল জেলার হায়াতনগরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। সাত মাস আগে বিয়ে হওয়া নববধূর দীর্ঘক্ষণ স্নান করার অভ্যাস ছিল, যা নিয়ে প্রথমে পাত্রীপক্ষ জানিয়েও দিয়েছিল পাত্রপক্ষকে। কিন্তু সেই অভ্যাস যে একদিন বড় বিপদের কারণ হবে, তা কেউ কল্পনাও করেননি।

Gosol

একদিন বাড়ির সবাই বাইরে ছিলেন, তখন একা থাকা নববধূ স্নানঘরে যান। বেশ কিছুক্ষণ পরেও যখন জল পড়ার শব্দ শোনা যাচ্ছিল, শাশুড়ির সন্দেহ হয়। দরজা হালকা খুলে দেখতেই চক্ষু চড়কগাছ! স্নানঘরে কেউ নেই। এরপর খুঁজতে গিয়ে দেখা যায়, আলমারির লকার খোলা এবং নগদ তিন লক্ষ টাকা ও লক্ষাধিক মূল্যের গয়না উধাও!

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির বিশাল সুযোগ

শাশুড়ি সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং নববধূর খোঁজ চলছে। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।