দীর্ঘদিন অবসাদগ্রস্ত ছিলেন সাফা কবির

সাফা কবির

বিনোদন ডেস্ক : ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন সাফা কবির। বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। কাজ করছেন নিয়মিত। দেশজুড়ে পেয়েছেন পরিচিতি এবং খ্যাতি। আরও অনেক কিছু পাওয়ার প্রতিভা তার মধ্যে বিদ্যমান।

সাফা কবির

অথচ বর্তমানের সফল এই অভিনেত্রীই নাকি একসময় অবসাদগ্রস্ত ছিলেন। দীর্ঘদিন ছিল তার এই সমস্যা। তাকে জীবন কাটাতে হয়েছে খুবই পরিস্থিতির মধ্য দিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই খারাপ দিনের কথা সাফা নিজেই জানিয়েছেন।

কিছুদিন আগে প্রকাশ হয়েছে সাফা অভিনীত নাটক ‘বেড নম্বর ৩’। যেটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। সাফা কবির সেখানে ডা. মাহা চরিত্রে অভিনয় করেন। চরিত্রটি একজন অবসাদগ্রস্ত মানুষের। তা নিয়ে কথা বলতে গিয়েই নিজের অবসাদগ্রস্ত হওয়ার কথা জানান অভিনেত্রী।

সাফা জানান, ‘বেড নম্বর ৩’ নাটকটি প্রকাশের পর থেকেই নাকি দর্শকদের কাছ থেকে তিনি বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন। অভিনেত্রী এও জানান, ডা. মাহার চরিত্রটা তার কাছে একটু হলেও বিশেষ। কিন্তু এই চরিত্রটি বিশেষ হওয়ার কারণ কী?

সাফা বলেন, ‘আমি নিজেই একটা সময় অবসাদগ্রস্ত ছিলাম। দীর্ঘদিন ডিপ্রেশন, এঞ্জাইটির সঙ্গে যুদ্ধ করেছি। মনরোগ বিশেষজ্ঞ দেখিয়েছি। তাই এই চরিত্রটা করার সময় আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি মাহার স্ট্রাগল কী ছিল, সমস্যা বা ভয় কী ছিল!’

অভিনেত্রী বলেন, সবচেয়ে বড় বিষয়, এর আগে এমন চরিত্রে কাজ করিনি। কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের উচিত আরও কাজ করা। আমি সবসময় এ বিষয়ে খোলামেলা কথা বলেছি। এমনকি এ নাটকটি করার পরেও দেখলাম অনেকেই এখন এটা নিয়ে আলোচনা করছে। তাই দুদিক থেকেই ভালোলাগা কাজ করছে।’

দীঘিকে ‘লেট লতিফ’ বললেন আরিফিন শুভ

২০১৩ সালে আশফাক বিপুলের পরিচালনায় এয়ারটেলের বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখেন সাফা কবির। এরপর তিনি প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপনে অভিনয় করেন। এরপর ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্ম দিয়ে ছোটপর্দার অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন।