সবচেয়ে বড় দাড়ি রেখে এক নারীর বিশ্ব রেকর্ড

দীর্ঘতম দাড়ির

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ৩৮ বছর বয়সী এক নারী দীর্ঘতম দাড়ির বিশ্ব রেকর্ড গড়েছেন। এনডিটিভি জানিয়েছে, ইরিন হানিকাট প্রায় দুই বছর ধরে দাড়ি কাটেননি। বর্তমানে তার দাড়ির দৈর্ঘ্য ১১ দশমিক ৮ইঞ্চি বা ২৯ দশমিক ৯ সেন্টিমিটার।

দীর্ঘতম দাড়ির

তার মুখে দাড়ির অত্যধিক বৃদ্ধি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ফলাফল যেখানে হরমোনের ভারসাম্যহীনতার কারণে ছেলেদের মত দাড়ি গজিয়ে থাকে। ১৩ বছর বয়স থেকেই তার মুখে দাড়ি বাড়তে শুরু করে। ইরিন জানান, আমাকে দিনে তিনবার দাড়ি কাটতে হত। পরে কোভিড লকডাউনের সময় আমি শেভিং করা বন্ধ করে দাড়ি বাড়ানোর সিদ্ধান্ত নেই।

I'm Proud To Be A Bearded Lady - Guinness World Records

তিনি বলেন, আমি কখনই ভাবিনি যে আমি এমন একটি লক্ষ্য অর্জন করতে পারব। এটি একটি চমৎকার জিনিস।

মানুষ খেকো গাছ সত্যিই আছে? জানুন এই গাছটি সম্পর্কে

এর আগের রেকর্ডটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫ বছর বয়সী ভিভিয়ান হুইলারের। তার দাড়ির দৈর্ঘ্য ছিল ২৫ দশমিক ৫ সেন্টিমিটার।