জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলে ঘনকুয়াশায় পরিবহনের ধীরগতি ও যত্রতত্রভাবে গাড়ি চালানোয় মহাসড়কের ৮ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতূপুর্ব মহাসড়কের এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
যানজট নিরসনে হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা কাজ করছে। অপরদিকে যানজট ও তীব্র শীতের কারণে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত (ওসি) আশরাফ আলমগীর জানান, কুয়াশার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সাথে পরিবহন চলাচল স্বাভাবিক হচ্ছে। এছাড়া চালকরা এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।