আন্তর্জাতিক ডেস্ক : ভালো রাস্তা একটি দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত কয়েক বছরে ভারতেও বড় পরিসরের রাস্তা তৈরি হয়েছে। ন্যাশনাল হাইওয়ে-৪৪ (National Highway-44) হলো ভারতের দীর্ঘতম রাস্তা, যার মোট দৈর্ঘ্য ৪,১১২ কিলোমিটার এবং যা কন্যাকুমারিকা থেকে শুরু হয়ে শ্রীনগর পর্যন্ত যায়। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর দীর্ঘতম হাইওয়ে কোনটি?

বিশ্বের দীর্ঘতম হাইওয়ে নাম প্যান আমেরিকান হাইওয়ে। এই রাস্তাটির সাথে সমগ্র আমেরিকা জুড়ে বিস্তৃত এবং এর মোট দৈর্ঘ্য প্রায় ৩০ হাজার কিলোমিটার বা ১৯ হাজার মাইল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, প্যান আমেরিকান হাইওয়ে পৃথিবীর দীর্ঘতম ‘মোটরেবল রোড’।
এটি তৈরি করার উদ্দেশ্য ছিল উত্তর, মধ্য এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোকে সংযুক্ত করা। মহাসড়কটির উত্তর অংশে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা সহ মোট ৯টি দেশের মধ্য দিয়ে গেছে। একইভাবে দক্ষিণ প্যান আমেরিকান হাইওয়ে পাঁচটি দেশের মধ্যে দিয়ে গেছে। যথা কলম্বিয়া, ইকুয়েডর, চিলি, আর্জেন্টিনা ইত্যাদি।
এছাড়াও গুরুত্বপূর্ণ দক্ষিণ আমেরিকার আরও ৪টি দেশের সাথে সংযোগ স্থাপন করেছে, যথা- ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলিভিয়া। প্যান আমেরিকান হাইওয়ের জলবায়ু অনেক বৈচিত্রময়। ঘন বন থেকে শুকনো মরুভূমি এবং অনুর্বর তুন্দ্রা পর্যন্ত। এর কিছু অংশ শুধুমাত্র শুষ্ক মৌসুমে চলাচলের উপযোগী।
এই পুরো মহাসড়কটি অতিক্রম করতে কত সময় লাগবে তা বলা মুশকিল। তবে একটি হিসাব অনুযায়ী, প্রতিদিন ৫০০ কিলোমিটার যাত্রা করলে অন্তত ৬০ দিন লাগবে। কালরস সান্তামারিয়া নামের একজন সাইক্লিস্ট এই দীর্ঘপথটি ১১৭ দিনে শেষ করেন। যার ফলে তার নাম গিনেসবুকেও লিপিবদ্ধ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



