৫০ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায়

সূর্যগ্রহণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সূর্যগ্রহণ দেখার প্রতি বরাবরই আগ্রহ থাকে মানুষের। প্রাচীনকালের মানুষেরা মনের করত, দেবতারা ক্রোধে ফেটে পড়লে সূর্যগ্রহণ হয়। তবে আধুনিক বিজ্ঞানী ও জ্যোতির্বিদরা এ মহাজাগতিক ঘটনার রহস্যভেদ করতে পেরেছেন।

সূর্যগ্রহণ

মহাকাশবিষয়ক সংবাদমাধ্যম স্পেস জানিয়েছে, চলতি বছরের ৮ এপ্রিল পৃথিবীবাসী বিরল সূর্যগ্রহণ দেখতে পাবে। এর স্থায়িত্ব হতে পারে ৭ মিনিটেরও বেশি। সাধারণত ৫০ বছরের মধ্যে একবার এ ধরনের বিরল দীর্ঘ সময়ের সূর্যগ্রহণ দেখা যায়। এর আগে ১৯৭৩ সালে এ রকম বিরল সূর্যগ্রহণ দেখা গিয়েছিল।

বিজ্ঞানীদের মতে, চন্দ্র ও সূর্য যখন কক্ষপথের একই সারিতে এসে পড়ে, তখন সূর্যগ্রহণ হয়। যখন সূর্যগ্রহণ হয়, তখন সূর্যের আলো সরাসরি চাঁদের গায়ে গিয়ে পড়ে। আর এ কারণে পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে। সূর্যগ্রহণের সময় চাঁদ অন্যান্য সময়ের চেয়ে পৃথিবীর কাছাকাছি থাকে। এ সময় পৃথিবীর একাংশের দর্শকদের চোখে সূর্য সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে থাকে। ফলে এ সময় পৃথিবীর ওই অংশ অন্ধকার দেখায়।

জ্যোতির্বিদরা বলছেন, আগামী ৮ এপ্রিল মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় সম্পূর্ণ সূর্যগ্রহণ হবে। অর্থাৎ এসব অঞ্চল সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে। এশিয়া থেকে এ বিরল সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘটনাটি কিছুটা হলেও উপভোগ করার ব্যবস্থা থাকবে।