খেলাধুলা ডেস্ক : দ.আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে পঞ্চম দিনে ১৪৩ রান করতে হতো শ্রীলংকাকে। হাতে ছিল ৫ উইকেট। তাই জয়ের স্বপ্নটা ছিলই। আর তা হলে রেকর্ড বইয়ের নাম লেখানো হয়ে যেত লংকানদের। তবে শেষ পর্যন্ত এসবের কিছুই হয়নি।
মাত্র ১৯ রানের ব্যবধানে পঞ্চম দিনে ৫ উইকেট খুইয়ে লংকানরা অলআউট হয়ে গিয়েছে ২৩৮ রানে। আর তাতে ১০৯ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
আগের দিন যেই স্বপ্ন দেখিয়েছিল লংকানরা। পঞ্চমদিনে তাদের সেই স্বপ্ন একাই গুঁড়িয়ে দিয়েছেন কেশভ মহারাজ। এই স্পিনারের বিষে ১৯ রানেই শেষ লংকানদের বাকি ৫ উইকেট। যেখানে একাই ৪ উইকেট শিকার করেছেন মহারাজ। বাকি এক উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।
এর আগে, প্রথম ইনিংসে ৩৫৮ রান করে দক্ষিণ আফ্রিকা। যার জবাবে ৩২৮ রান তুলে শ্রীলংকা। এরপর ৩০ রানের লিডের সঙ্গে নতুন করে আরও ৩১৭ রান জমা করে শ্রীলংকাকে ৩৪৮ রানের টার্গেট ছুড়ে প্রোটিয়ারা। যার জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৩৮ রানে থেমেছে লংকানদের ইনিংস।
এর আগে, প্রথম টেস্টে প্রোটিয়ারা জিতেছিল ২৩৩ রানে। লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো প্রোটিয়াদের। চলতি চক্রের পয়েন্ট টেবিলে এখন শীর্ষে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৫৮
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩২৮
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৩১৭
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৩৪৮) ৬৯.১ ওভারে ২৩৮ (আগের দিন ২০৫/৫) (ধানাঞ্জায়া ৫০, মেন্ডিস ৪৬, জায়াসুরিয়া ৯, ভিশ্ব ৫, লাহিরু ১, আসিথা ০*; রাবাদা ২১-৩-৬৩-২, ইয়ানসেন ১০.১-১-৫৪-১, মহারাজ ২৫-৩-৭৬-৫, প্যাটারসন ১২-৩-৩৩-২, মার্করাম ১-০-৬-০)
ফল: দক্ষিণ আফ্রিকা ১০৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ড্যান প্যাটারসন
সিরিজ: ২ টেস্টের সিরিজ ২-০ তে জিতেছে দক্ষিণ আফ্রিকা
ম্যান অব দা সিরিজ: টেম্বা বাভুমা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।