স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের সিরিজেই প্রথম দুই ম্যাচেই বাংলাদেশকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচের সেরা ক্রিকেটার পেসার আলী খান ম্যাচ শেষে হুঙ্কার ছেড়েছেন। বাংলাদেশের বিপক্ষে জয় ফ্লুক নয়। তারা ক্ষুধার্ত এবং সামনে যাকে পাবেন তাকেই খাবেন বলে মন্তব্য করেছেন।
আলী খান বলেন, ‘আমরা (যুক্তরাষ্ট্র) ক্ষুধার্ত। সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা যাকে পাব তাকেই খাব। দলের জন্য এটা কিছুটা পরিবর্তন ও সমন্বয় করার সময়। দলটা এখন বেশ ভারসাম্যপূর্ণ এবং দলের সকলেই ক্ষুধার্ত। আমি নিশ্চিত বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কিছু ম্যাচে প্রতিপক্ষকে হতাশা উপহার দেবে।’
ক্রিকেটের মানচিত্রে যুক্তরাষ্ট্র নিজেদের নামটা লিখে দিতে এসেছে বলেও উল্লেখ করেন ৩৩ বছর বয়সী পাকিস্তানী বংশোদ্ভূত এই যুক্তরাষ্ট্রের ক্রিকেটার, ‘আমরা ক্রিকেটের মানচিত্রে যুক্তরাষ্ট্রের জায়গা নিশ্চিত করতে চাই। বড় দলের বিপক্ষে জিতলে ফ্লুক বলা হয়। কিন্তু বাংলাদেশের বিপক্ষে পরপর দুই ম্যাচে জয়, সিরিজ নিশ্চিত কোন ফ্লুক নয়। সুযোগ দিলে আমরা দক্ষতা, সামর্থ্য দেখাতে প্রস্তুত।’
সাকিবকে বুদ্ধি দিয়ে পরাস্ত করেছেন বলেও উল্লেখ করেন আলী খান। তিনি জানান, সাকিবকে বাতাসের বিপরীতে শট নিতে বাধ্য করতে চেয়েছিলেন তিনি। সাকিব ভেবেছিলেন জোরের ওপর বল করবেন। কিন্তু উইকেট ধীর হয়ে যাওয়ায় গতি কমিয়ে বোলিং করেন তিনি। সাকিব তা বুঝতে না পেরে উইকেট ছুড়ে দেন। বিশ্বকাপের আগে তাদের আরও উন্নতি করতে হবে বলেও মন্তব্য করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।