জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের কালুঘাটের পোশাক খাতের প্রতিষ্ঠান বেইস টেক্সটাইল লিমিটেড। ২০১৮ সালে শেয়ারবাজারের তালিকাভুক্ত হবে বলে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে প্লেসমেন্ট শেয়ার বিক্রির মাধ্যমে ৩৫ কোটি টাকার বেশি তুলে নেয়। শ্রমিকদের বকেয়া বেতন রেখে এক বছর আগে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয়। আর উদ্যোক্তারা আড়ালে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেইস টেক্সটাইলের ইস্যু ব্যবস্থাপনায় ছিল আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। তখন কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ২০ কোটি টাকা। তখনকার বিদ্যামান শেয়ারহোল্ডারদের ৩৫ কোটি টাকার শেয়ার বোনাস ইস্যু ও সাধারণ বিনিয়োগকারীদের সাধারণ মেয়াদের মাধ্যমে আরও ৩৫ কোটি টাকা মূলধন বাড়ানোর অনুমোদন দেয় কমিশন।
২০১৮ সালে সাধারণ বিনিয়োগকারীদের কাছে প্রিমিয়ামে শেয়ার বিক্রি করে বেইস টেক্সটাইলের উদ্যোক্তারা প্রায় ৩৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করে। কিন্তু শেয়ারবাজারের আর তালিকাভুক্ত হতে পারেনি। এতে বিপাকে পড়ে বিনিয়োগকারীসহ প্রতিষ্ঠানটির সঙ্গে লেনদেন থাকা ব্যাংকসহ সংশ্লিষ্ট পক্ষগুলো।
অথচ ২০১৭ সালে ডিসেম্বরের প্রতিষ্ঠানটির টার্নওভার ছিল ২০২ কোটি টাকা। একই সময়ে ব্যাংক ঋণ ছিল প্রায় ১০৫ কোটি টাকা। আর শেয়ারপ্রতি আয় ছিল চার টাকা ৪৪ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ৭৬ টাকা ২৪ পয়সা। অথচ কয়েক বছর পর তাদের ব্যবসায়ই বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজানে বকেয়া বেতনের দাবিতে বেইস টেক্সটাইলে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে পুলিশ ও শ্রম আদালতের পক্ষ থেকে আইনি সহায়তার মাধ্যমে বকেয়া আদায়ের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে। পরে কিছু বেতন দেয়া হলেও পুরোপুরি বেতন পরিশোধ করা হয়নি বলে জানান কারখানার পাশে অবস্থান করা লোকজন।
কারখানাটির নিরাপত্তা কর্মী শফিকুল ইসলাম বলেন, কভিডের পর থেকে কারখানার অর্ডার ও কাজ কমে গিয়েছিল। আর ঈদের পর কারখানা বন্ধ হয়ে যায়। আর মালিকরাও কারখানায় আসে না। এর বেশি কিছু জানতে চাইলে মালিকদের সঙ্গে যোগাযোগ করেন।
বিনিয়োগকারীদের একজন মিজানুর রহমান বলেন, আমি ২০১৯ সালে বেইস টেক্সটাইলের ৮০ হাজার প্লেসমেন্ট শেয়ার কিনি। কিন্তু এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি। গত ৫ বছরে এক টাকাও ডিভিডেন্ড পাইনি। প্রতিষ্ঠানটি বাজারের আসবে কি না, তাও জানি না। শুনেছি কারখানার কার্যক্রম বন্ধ। এই ধরনের কোম্পানিকে কীভাবে কমিশন শেয়ার বিক্রি অনুমোদন দিয়েছিল?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।