জুমবাংলা ডেস্ক : হারানো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নতুন করে তুলতে সাধারণ ডায়রি (জিডি) করার ভোগান্তি শেষ হচ্ছে।
শিগগিরই জিডির কপি ছাড়াই সরাসরি অনলাইন থেকে হারানো এনআইডি প্রিন্ট করে নিতে পারবেন নাগরিকরা। এক্ষেত্রে বিকাশ থেকে অনলাইনে নির্দিষ্ট ফি জমা দিলেই কার্ড তোলা যাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে জানান, সফটওয়্যারের কাজ চলছে, আগামী এক সপ্তাহ পর জিডির কপি ছাড়াই সরাসরি অনলাইন থেকে এনআইডি তোলা যাবে। এই প্রস্তাবটি সচিব স্যারের অনুমোদনের পর এনআইডি উইং থেকে উদ্যোগ নেয়া হয়েছে।
জিডি করতে গিয়ে নাগরিকদের ভোগান্তি পোহাতে হয়, এমন অভিযোগের পর এ বিষয়ে নতুন সিদ্ধান্ত এসেছে বলে জানান এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।