লটারি জেতার পর ১ টাকাও দেননি বাবা, ক্ষোপে ছেলের কাণ্ড

লটারি জেতার পর ১ টাকাও দেননি বাবা, ক্ষোপে ছেলের কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : লটারির টাকা না দিয়ে বাবা এক ছেলেকে ২০০টি সিগারেট কিনে দেন বলে দাবি অভিযুক্তদের। বাবার উপর উইলিয়াম, অ্যালেক্সদের রাগ ছিল অনেক আগে থেকেই। লটারি জিতেও ছেলেদের এক পয়সা দেননি বাবা। সেই রাগে বাবার নতুন গাড়ি হাতুড়ির বাড়ি মেরে ভেঙে দিলেন দুই ছেলে। তার পর নিজেরাই গেলেন থানায়।

লটারি জেতার পর ১ টাকাও দেননি বাবা, ক্ষোপে ছেলের কাণ্ড

ঘটনাটি ঘটেছে ব্রিটেনের নর্দাম্পটনশায়ারে। ছেলে দু’টির নাম অ্যালেক্স রবার্টসন এবং উইলিয়াম। তাঁদের বাবা সিনিয়র অ্যালেক্স লটারিতে ৩০ লক্ষ ইউরো জেতেন। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২৪ কোটি ৭০ লক্ষ টাকা। কিন্তু অভিযোগ, লটারিতে এই বিপুল পরিমাণ টাকা জিতেও ছেলেদের কিছুই দেননি অ্যালেক্স।

শুধু তাই নয়, লটারির টাকা না দিয়ে বাবা এক ছেলেকে ২০০টি সিগারেট কিনে দেন বলে দাবি অভিযুক্তদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবার উপর উইলিয়াম, অ্যালেক্সদের রাগ ছিল অনেক আগে থেকেই। লটারির জেতার পর সেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। বাবার দামি দামি দুটি গাড়ি ভেঙে দেন দুই ছেলে। যদিও পরিবারের থেকে দূরেই থাকছিলেন বাবা।

সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে জুনিয়র অ্যালেক্স বলেছেন, ‘‘আমরা দু’জন রাত ১১টা নাগাদ হাতুড়ি নিয়ে বাবার গ্যারাজে যাই। দুটো গাড়ির কাচ হাতুড়ির বাড়ি মেরে ভেঙে দিয়েছি আমরা। তার পর নিজেরাই গিয়েছি পুলিশের কাছে।’’

ঠিকমত ঘুম না হলে এই সমস্যায় পড়বেন

ছেলেদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাবাও। দুই ছেলের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ এনেছেন তিনি।