নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোশারফ হোসেন মৃধার নিজস্ব অর্থায়নে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের হজ্জে পাঠানো উপলক্ষে লটারীর ড্র, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে গাজীপুর সিটির ১নং ওয়ার্ডের পানিশাইল এলাকায় মোশারফ হোসেন মৃধার নিজস্ব নিজ বাড়ীতে লটারীর ড্র, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ মোশাররফ হোসেন মৃধা বলেন, আমার মা বাবা দুইজনই ইন্তেকাল করেছেন। আমার বাবা হজ্জ পালন করতে পারলেও আমার মা হজ্জ করতে পারেননি। তাই আমার মায়ের জন্য ১ নং ওয়ার্ডের ৫৩ টি মসজিদের খতিব ও মুয়াজ্জিনদেরকে ক্রমান্বয়ে আমার নিজস্ব অর্থায়নে ওমরা হজ্জে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় এবছর লটারির মাধ্যমে দুইজনকে নির্বাচন করা হয় এবং ইতিমধ্যে ১০জনকে পাঠানো হয়েছে। এভাবে প্রতি বছর ২জন করে ক্রমান্বয়ে প্রতিটি মসজিদের খতিব ও মুয়াজ্জিনদের ওমরা হজ্জ করাবো।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বলেন, আলহাজ্ব মোশারফ হোসেন মৃধা ইমামদের জন্য যে মহতী উদ্যোগ নিয়েছেন তা প্রশংসার দাবী রাখেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আগামীতে এধারা যাতে অব্যাহত থাকে সেজন্য মহান আল্লাহ পাকের কাছে তাঁর জন্য দোয়া কামনা করি।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি লটারীর দুটো কুপন উত্তোলনের মাধ্যমে দুজনকে সিলেক্ট করেন। মন্ত্রীর উঠানো কূপনে শিবরামপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হযরত মাওলানা মাহমুদুল হাসান ও পশ্চিম পানিশাইল জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা মোঃ হেপজুর রহমানের নাম উঠে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।