জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে টার্গেট করা ব্যক্তিদের বন্ধু হওয়ার আমন্ত্রণ জানাতেন। অভিজাত এলাকার হোটেল-রেস্টুরেন্টে দেখা করতেন। কখনো বা বার, স্পা সেন্টারে নিয়ে যেতেন। এরপর ফাঁদে ফেলে লুটে নিতেন লাখ লাখ টাকা।
এমন বেশ কয়েকটি প্রতারণার অভিযোগে তানজিলা আক্তার ইভা (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
জানা গেছে, ইভা তার নিজের আসল পরিচয় গোপন করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটকসহ একাধিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতেন। নিজেকে ‘এ’ লেভেল শেষ করে কম্পিউটার সায়েন্সে উচ্চতর ডিগ্রি নিয়ে যুক্তরাজ্যের একটি সফটওয়্যার ফার্মে কাজ করছেন বলে পরিচয় দিতেন। এরপর তাদের সাথে ঘনিষ্ঠ চ্যাট করতেন। সেগুলোর স্ক্রিনশট রেখে দিতেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, সম্প্রতি মাসুম বিল্লাহ নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ইভার নাম সামনে আসে। প্রেমের অভিনয় করাই ইভার নেশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।