বিনোদন ডেস্ক : প্রথম দেখাতেই প্রেম! যাকে ইংরেজিতে বলা হয় ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। আসলেই কি তাই? পরিসংখ্যানগতভাবে বলতে গেলে, প্রথম দেখায় প্রেম সম্ভবত ক্ষণিকের মোহ ছাড়া আর কিছু নয়।
অন্যদিকে প্রথম দেখায় প্রেম বলে কিছু আছে? বিষয়টি নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। সে যা-ই হোক, ভালোবাসার জন্য এই মহাবিশ্বে নানা কিছু ঘটে। সে কারণেই ভালোবাসার জন্য মানুষ কোনো না কোনো উপায় খুঁজে নেয়, তা যতই অসম্ভব হোক না কেন।
এবার মূল গল্পে আসি– যারা রোমান্টিক কমেডি গল্প পছন্দ করেন, যারা অজানা ভালোবাসার কথা জানতে চান, তাদের জন্য নেটফ্লিক্স নিয়ে আসছে নতুন সিনেমা ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। ভেনেসা ক্যাসউইল পরিচালিত সিনেমাটি আগামীকাল মুক্তি পাবে। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন হ্যালি লু রিচার্ডসন এবং বেন হার্ডি।
অন্যান্য প্রেমের গল্পের মতো এ সিনেমার গল্পটিও বেশ অনুমানযোগ্য। ছবির অন্যতম দুই অভিনয়শিল্পী, যারা একে অপরকে খুঁজে বেড়ায় বিমানবন্দর থেকে বিমানবন্দরে এবং লন্ডনজুড়ে। তাদের যাত্রাপথে রয়েছে নানা ধরনের চমক। সম্প্রতি প্রকাশ হওয়া ট্রেলারে দেখা যায়, হ্যাডলি সুভিলান [হ্যালি লু রিচার্ডসন] একজন আমেরিকান, যে কবিতা আর সাহিত্য পড়তে ভালোবাসে। সে সবখানে দেরি করে পৌঁছায়। হ্যাডলির বাবা দ্বিতীয় বিয়ে করছেন। সেই বিয়েতে অংশ নিতে নিউইয়র্ক থেকে লন্ডনে যাচ্ছে সে। বিমানবন্দরে যাওয়ার পর হ্যাডলি জানতে পারে, ফ্লাইটটি ছাড়তে আর মাত্র চার মিনিট সময় আছে। ফলে হ্যাডলি প্রাণপণ চেষ্টা করে ফ্লাইটটি ধরতে। পারে না। ফলে সে অপেক্ষা করে পরবর্তী বিমানের জন্য।
অন্যদিকে অলিভার [বেন হার্ডি] লন্ডনের একটি কোম্পানির প্রধান। তাদের দু’জনের দেখা হয়। সেই মুহূর্ত থেকে ভাগ্য তাদের একে অপরের কাছে আনতে থাকে। একই ফ্লাইটে বিভিন্ন সারিতে বসা। অন্যদিকে বিমানে অলিভার যে সিটে বসে, সেটির সিটবেল্টে সমস্যার কারণে বিমানের অন্য আসনে যেতে হয়, যা ছিল হ্যাডলির কাছে। ফ্লাইটে খাবার খাওয়া ও একসঙ্গে সিনেমা দেখা। বিমানে একটি দীর্ঘ রাত একসঙ্গে চোখের পলকে কেটে যায়। লন্ডনের হিথ্রোতে অবতরণের পর নিজেদের ফোন নম্বর বিনিময়ের আগেই এ জুটি আলাদা হয়ে যায়। ব্যস্ত বিমানবন্দরের মধ্যে একে অপরকে খুঁজে পাওয়া অসম্ভব বলে মনে হয়। কীভাবে তারা ভালোবাসার মানুষকে খুঁজে পাবে, তা জানা যাবে ছবি মুক্তির পর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।