‘লাভ বিয়ে আজ কাল’ এর শ্রাবণ আসলে কে?

বিনোদন ডেস্ক : দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার হল অবসান। অবশেষে যিশু সেনগুপ্ত-র নতুন সিরিয়ালের প্রোমো এল প্রকাশ্যে। বর্তমানে যিশুর প্রোডাকশন হাউজের সিরিয়াল হরগৌরী পাইস হোটেল বেশ ভালো টিআরপি পাচ্ছে। তবে এর থেকেও বড় ধামাকা আনতে চলেছেন যিশু। ওঙ্কার এবং শ্রাবণের গল্প নিয়ে শীঘ্রই স্টার জলসায় আসছে লাভ বিয়ে আজ কাল। সদ্য মুক্তি পেয়েছে এই সিরিয়ালের প্রোমো।

নতুন এই সিরিয়ালের নায়ক ওম সাহানি দর্শকদের পূর্বপরিচিত। এর আগে তাকে সিরিয়াল এবং সিনেমাতে দেখেছেন দর্শকরা। তবে নায়িকা একেবারেই নতুন মুখ। জানেন স্টার জলসার নতুন এই নায়িকার আসল পরিচয় কী? আজকের এই প্রতিবেদনে রইল শ্রাবণ ওরফে মৌমিতা সরকারের সম্পর্কে কিছু অজানা তথ্য। সিরিয়াল মুক্তি পাওয়ার আগেই চিনে নিন নতুন এই নায়িকাকে।

মৌমিতা সরকার পেশায় একজন মডেল। মডেলিং দুনিয়াতে তার কেরিয়ার প্রথম শুরু হয়েছিল। ‘লাভ বিয়ে আজকাল’ সিরিয়ালটাই তার প্রথম সুযোগ টেলিভিশনের পর্দায় মুখ দেখানোর জন্য। এর আগে তিনি কখনও অভিনয় করার সুযোগ পাননি। তবে শুধু প্রোমোর ঝলকে তাকে দেখে দর্শকরা বেশ মুগ্ধ হয়েছেন। ওম সাহানি এবং মৌমিতার জুটি বেশ ভালই জমবে, এমনটাই মত তাদের।

মৌমিতা আসলে ব্যারাকপুরের মেয়ে। তিনি ব্যারাকপুর গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন তিনি। পড়াশোনা শেষ করে তারপরেই মডেলিং দুনিয়াতে পা রেখেছিলেন মৌমিতা। এবার তিনি তার কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে চলেছেন। ধারাবাহিকের গল্পটাও বেশ ইউনিক। শাশুড়ি-বৌমার কোন্দলের বাইরে বেরিয়ে নায়ক-নায়িকার রোমান্স এবং সংঘাতেই বোনা হয়েছে গল্পের প্লট।

প্রোমোতে দেখা গিয়েছে নায়ক ওমকার ঘোষ স্ক্যান্ডাল লাউঞ্জ অ্যান্ড বার নামের একটি রেস্তোরাঁর মালিক। তার বারে নতুন গায়িকা হিসেবে নেওয়া হয়েছে শ্রাবণকে। তার গান শুনে শ্রোতারা নাম দিয়েছেন ‘রাতের প্রজাপতি’। ওমকার তাকে বেশি টাকার প্রস্তাব দেন। এতে ভীষণ রেগে গিয়ে বার থেকে বেরিয়ে যায় শ্রাবণ। নায়ক-নায়িকা এবার প্রেমে পড়বে নাকি তাদের মধ্যে জোর টক্কর হবে সেটাই দেখার।

এই ধারাবাহিকের নির্মাণ করছে যিশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজনা সংস্থা। এখন আপাতত শুধুই ধারাবাহিকের প্রোমো মুক্তি পেয়েছে। কবে থেকে এই সিরিয়ালের সম্প্রচার হবে কিংবা কোন স্লট পাবে তা জানানো হয়নি। নতুন সিরিয়ালের আগমন মানেই স্টার জলসার কোনও এক পুরনো সিরিয়ালকে তার জায়গা থেকে সরানো হবে। কে পড়বে চ্যানেলের কোপে সেটাই এখন দেখার।

জিতের হাত ধরে টলিউডে ‘সিনেবট’ ক্যামেরা